যদি আপনার বাড়ি অথবা ব্যবসার স্থানে আগুন সংক্রান্ত ঘটনা ঘটে তাহলে যে স্থানে আগুন লেগেছে, ঠিক তার উপরে ছাদে চিনি অথবা গুড়ের বস্তা অবশ্যই রাখুন৷
আগুন থেকে রক্ষা পাবার জন্য শ্মশানের মাটি একটি ঘড়াতে নিয়ে ও তার সঙ্গে মধু নিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে৷ ঘড়া না পাওয়া গেলে মাটির কোনও ছোট পাত্রেতেও মধু ভরে মাটিতে পুঁততে পারেন৷
যদি আপনার জন্মছকে চতুর্থ ঘরে মঙ্গল অবস্থানের ফলে জমি, বাড়ি, গাড়ি অথবা মা-বাবার কোনও প্রকারের অসুবিধা হয়ে থাকে তাহলে আপনি নিজের বাড়ির প্রধান দরজার চৌকাঠের নিচে রুপোর একটি টুকরো রাখুন ও একটি টুকরো দরজার উপরে লাগান৷
যদি আপনার পরিবারে কোনও সদস্য দীর্ঘ সময় ধরে রোগে পীড়িত থাকেন তাহলে বাড়ির দক্ষিণ দরজায় লোহার তৈরি নখ টাঙিয়ে রাখতে হবে৷ এই নিয়মের সাহায্য আপনার বাড়িতে কোনও রোগ প্রবেশ করতে পারবে না৷
যদি কারোর জীবনে ক্রমাগত দুর্ঘটনা হতে থাকে তাহলে সে মঙ্গলবার থেকে ৪০০ গ্রাম চাল দুধ দিয়ে ধুয়ে তীব্র প্রবাহিত জলে ভাসিয়ে দিন৷ এই নিয়মটি পরপর সাতটি মঙ্গলবার করলে বিশেষ লাভবান হবেন৷
যদি কোনও ব্যক্তির স্ত্রীর স্বাস্থ্য খারাপ থাকে তাহলে তিনি প্রথম শনিবারে কোনও মন্দিরে ১১টি নারকেল, ২১ টি বাদাম ও ৮০০ গ্রাম কালো কলাই দান করুন৷