মেথি : মেথি সারারাত ভিজিয়ে রাখুন৷ তারপর সকালে সেটিকে গাঢ় দইয়ে মিশিয়ে নিজের চুল ও গোড়ায় লাগান৷ কিছুক্ষণ পর চুল ধুয়ে ফেলুন৷ এতে খুশকি ও মাথার চামড়ার রোগ ভালো হয়ে যাবে৷ মেথিতে নিকটনিক অ্যাসিড ও প্রোটিন পাওয়া যায়, যা চুলের গোড়ায় পুষ্টি যোগায় ও চুলের বৃদ্ধি হতে থাকে৷
বিউলির ডাল : বিউলির ডাল সিদ্ধ করে বেটে নিন৷ রাত্রে শোবার আগে এই মিশ্রণটিকে মাথায় লাগান৷ কিছুদিন এভাবে লাগালে মাথায় নতুন চুল গজাবে৷
যষ্টিমধু : অল্প যষ্টিমধু নিয়ে তাতে দুধের কিছু ফোঁটা দিয়ে সেটিকে বেটে নিন৷ তারপর এতে অল্প পরিমাণে জাফরান দিয়ে পেস্ট তৈরি করুন৷ এই পেস্টটিকে রাত্রে শোবার আগে মাথায় লাগান৷ কিছুদিন পর্যন্ত এই পেস্টটিকে মাথায় লাগালে টাকের সমস্যা দূর হয়ে যাবে৷
সবুজ ধনে : টাকের সমস্যা দূর করার জন্য সবুজ ধনে ভীষণ গুরুত্বপূর্ণ৷ সবুজ ধনের পেস্ট তৈরি করে যে স্থানে চুল উঠে গেছে, সেখানে লাগান৷ কিছুদিন লাগাবার পরেই চুল গজাতে শুরু করবে৷
কলা : কলার সজ্জা বের করে তাতে লেবুর রস মিশিয়ে মাথায় লাগালে চুল উঠার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়৷
পেঁয়াজ : পেঁয়াজটিকে দু টুকরো করে কেটে নিন৷ যে জায়গায় চুল গজাতে শুরু করবে সেখানে অর্ধেক পেঁয়াজ নিয়ে ৫ মিনিট ধরে ঘষতে থাকুন৷ চুল উঠার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন৷
ডালিম : ডালিমের পাতা বেটে মাথায় লাগালে টাক মাথা থেকে মুক্তি পাওয়া যায়৷ নিয়মিত ডালিম ব্যবহার করলে চুল গজাতে শুরু করে দেবে৷
টাকমাথা দূর করবার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ম হল খাদ্য তালিকায় মনোযোগ দেওয়া৷ খাদ্য তালিকায় মটর,গাজর, শশা ও পালঙ্কশাক যুক্ত করুন৷