জীবনে সুখী থাকার নিয়ম / Rules for being happy in life

এমনি সুখের জন্য মানুষ অনেক চেষ্টা করে থাকে৷ কিন্তু শাস্ত্র ও পুরাণে বর্ণিত কিছু সহজ নিয়ম অবলম্বন করলে খুব সহজেই জীবন অতিবাহিত করতে পারবেন৷

আপনি এই সহজ নিয়মগুলি অবলম্বন করে নিজের জীবন আরও সুখময় করে তুলতে পারবেন৷

গণেশজির তুলসী পাতা ছাড়া বাকি সব পাতা প্রিয় হয়ে থাকে৷

বাবা ভৈরবের পুজোতে তুলসীর ব্যবহার করা যায় না৷

রবিবারে তুলসী পাতা ছেঁড়া যায় না এবং ওইদিন দুর্বাও তোলা যায় না৷

হাতে ধারণ করা ফুল, তামার পাত্রে চন্দন দেবতাদের অর্পণ করা উচিত নয়৷

প্রদীপ থেকে প্রদীপ জ্বালালে প্রাণী দরিদ্র ও রোগী হয়৷ দক্ষিণ দিকে প্রদীপকে রাখবেন না৷ দেবীকে বাঁ দিকে ও ডান দিকে প্রদীপ রাখুন৷

আসন, শয়ন, দান, ভোজন, বস্ত্রসংগ্রহ, বিবাদ ও বিয়ের সময়ে হাঁচি দেওয়া শুভ হয়ে থাকে৷

শনিবার, মঙ্গলবার, বুধবার ও শুক্রবার লক্ষ্মীর পুজো করা উচিত নয়৷

যে ব্যক্তি স্নানের বস্ত্র পরিধান করে নিজের শরীর মুছে থাকে, তাদের শরীর কুকুরের জিভ সমান চাটা হয়ে থাকে৷ তাদের শুদ্ধিকরণ পুনরায় স্নানের পরে হয়৷    


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *