খিদে বাড়াবার, দারিদ্র্য দূর ও ভূত প্রেত তাড়াবার টোটকা / Tips to increase hunger, alleviate poverty and exorcise ghosts

খিদে বাড়াবার টোটকা

যদি আপনার খিদে থাকা সত্ত্বেও না খেতে পারেন তাহলে সকালে খাওয়ার সময় নিজের খাবার থেকে একটি রুটি নিয়ে সেটিকে অশ্বত্থ পাতায় রেখে রুটির উপরে একটি লবঙ্গ, এলাচ, একটি গোটা সুপারি ও অল্প পরিমাণে জাফরান রাখুন৷ এরপর রুটিটি সব সমেত নিজের উপর সাতবার ঘুরিয়ে নিয়ে কোনও চৌরাস্তায় চুপচাপ রেখে চলে আসুন৷ খিদেও হবে, মনও প্রসন্ন থাকবে৷

দারিদ্রতা নিবারণ করুন রাই দিয়ে

অর্থের কোনও সমাগম না হলে একটি জল ভরা ঘড়ায় রাইয়ের পাতা দিয়ে এই জলটিকে অভিমন্ত্রিত করে যে ব্যক্তিকে স্নান করানো হবে তার দারিদ্রতা দূর হয়ে যাবে৷

ভূত প্রেত তাড়াবার জন্য

ভূত পিশাচ যেখানে থাকে, সেখানে গরু দাঁড় করিয়ে দিন৷ গরুর গায়ের গন্ধে ভূত নিজ থেকে পালিয়ে যাবে৷ কোনও বাড়িতে ভূত প্রেতের বসবাস থাকলে সেখানে গরুর গোবর জলের সঙ্গে মিশিয়ে ছিটাতে থাকুন৷ যদি কোনও ব্যক্তির মধ্যে ভূত প্রবেশ করে থাকে, তাহলে তাকে রোদ আসে এমন ঘরে বসান, ভূত পালিয়ে যাবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *