কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ / A few important applications

মহাবশীকরণ যোগ

রবিবার দিন শ্মশানে থেকে মানুষের মরা খুলি নিয়ে আসুন এবং তাতে বাবলার বীজ রেখে মধু ও কর্পূর মিশিয়ে বেটে নিন৷ এর তিলক লাগিয়ে যে স্ত্রী বা পুরুষকে দেখা যাবে, সেই বশীভূত হয়ে যাবে৷ এটি বশিষ্ঠজীর বলা উত্তম কাপালিক যোগ৷

শত্রুনাশক প্রয়োগ

তান্ত্রিক টোটকার সাহায্য শ্মশানে কিছু কার্যকলাপ করা যেতে পারে, যার প্রভাবে শত্রুকে কষ্ট দেওয়া যেতে পারে বা তার ব্যবসা-বাণিজ্য বন্ধ করা যেতে পারে৷ এইরকম কিছু নিয়ম নিম্নে দেওয়া হল৷

গোটা কলাইয়ের ৩৮টি দানা নিন৷ এর সাথে ৪০টি দানা চাল (অক্ষত অবস্থায়) মিশিয়ে শ্মশানে গিয়ে গর্ত খুঁড়ুন ও দুটি সামগ্রীকে শত্রুর নাম নিয়ে যেভাবে আঘাত করতে হবে, নিজের ইষ্টদেবতার কাছে সেইভাবে প্রার্থনা করুন৷ এরপর লেবু নিংড়ে গর্তটিকে বুজিয়ে ফেলুন ও চুপচাপ সেখান থেকে চলে আসুন৷ শীঘ্রই এই প্রয়োগটি নিজের প্রতিক্রিয়া দেখাতে শুরু করে দেবে৷

শনি শান্তিকারক প্রয়োগ

শনিবার দিন ঘানির সর্ষের তেল কোনও বড় পাত্রে অর্থাৎ কড়াইয়ে রাখুন ও তাতে নিজের প্রতিচ্ছবি দেখুন৷ তারপর সেই তেলেই গুড়ের পিঠে তৈরি করুন৷ এই পিঠে নিজে না খেয়ে কোনও গরিব ব্যক্তি বা ফকিরকে দান করুন৷ এতে সমস্ত দোষ কেটে যায়৷ রাত্রে শোবার সময় এক টাকার মুদ্রা মাথার কাছে রাখুন ও পরের দিন সকালে সেই মুদ্রাটি শ্মশানে ফেলে আসুন৷ এতে শনির বাধা দূর যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *