বীর্য আটকাবার টোটকা
গরুর শিংয়ের চামড়া তুলে সেটিকে কয়লার আগুনে ফেলে দিন ও এর ধুঁয়ো কাপড়ে নিন৷ এবার এই কাপড়টি পরে মৈথুন করলে বীর্য স্খলন হবে না৷ যখন কাপড়টিকে শরীর থেকে আলাদা করবেন তখন বীর্যপাত হয়ে যাবে৷
বন্ধ্যাত্বের টোটকা
সদ্যজাত শিশুর নাভির চামড়া, চম্পা ফুলের পাপড়ির বীজ, শুয়োরের চর্বির ঝিল্লি ও নারকোলের ফুল এই সব জিনিসগুলোকে একত্র করে নিয়ে তিন বছরের পুরানো গুড় এতে মিশিয়ে দিন৷ বন্ধ্যা স্ত্রী যার মাসিক বা ঋতুস্রাব বন্ধ হবার পরে যে জায়গায় সে স্নান করতে যাবে সেই স্থানেই একটি গোল্লা খেয়ে নিতে হবে ও একটি গোল্লা দুপুরে খাবার পরে ও আরেকটি গোল্লা রাত্রে শোবার সময় জলের সাথে খেয়ে ফেলতে হবে৷ পরের দিন কোনও ঔষধ খাবেন না৷ শুধুমাত্র একদিনই ঔষধ খান৷ নিশ্চিত মনে স্বামীর সাথে নিত্য চারদিন সম্ভোগ করলে স্ত্রী গর্ভধারণ করবে৷ এই প্রয়োগটি যে সমস্ত মহিলাদের উপরে করা হয়েছে, কেউ অসফল হয়নি৷ এটি পুত্র প্রাপ্তির সর্বোত্তম প্রামাণিক যোগ৷
দুগ্ধ গ্রন্থি প্রদাহ, স্তন প্রদাহের টোটকা
কামরূপ দেশ কো উড়া রহে উদ্দা জদ্দা কো খায়ে৷
ফলানি কা মে থনেলা ঝাড়ু ছাতি ভস্ম হো যায়ে৷৷
নিয়ম: সর্বপ্রথম এই মন্ত্রটি গ্রহণ কালে ১০০৮ বার পড়ে সিদ্ধ করুন৷ তারপর রোগিণী যে স্তনে রোগটি হয়েছে, তার বিপরীত স্তনে নিজেই বুকের উপরে মন্ত্রটি পড়ে ফুঁ দিন ও মালিশ করতে থাকুন৷ এই ভাবে ২১ বার মন্ত্র পড়ে তিন দিন পর্যন্ত ঝাড়তে থাকলে তার স্তন প্রদাহ ভালো হয়ে যাবে৷