আপনার বেশিরভাগ কাজ কি অসফল থেকে যায়? আপনাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়? আপনি কি অল্প পরিশ্রমে বেশি লাভ পেতে চান? এই পরিস্থিতিতে নিম্ন টোটকাটি করুন ফল পাবেন৷
নিয়ম : বারোটা বাজার আগে সূর্যদেবকে নমস্কার করুন ও কাঁচা সুতায় ‘ওঁ গাং গনপতয়ে নমঃ’ মন্ত্রটি বলতে বলতে কিছুটা দূরে-দূরে সাতটি গিঁট দিন৷ তারপর তাবিজে ভরে সামনের পকেটে রেখে দিন, তাহলে অসফল কার্য সফল হয়ে যাবে৷ বেশিরভাগ কাজ সফল হয়ে যাবে৷ বাধা-বিঘ্ন থেকেও মুক্তি পেয়ে যাবেন৷ অল্প পরিশ্রমেই বেশি লাভ পাবেন৷
চমৎকারী লাভের জন্য নিম্ন মন্ত্রের জপ করতে থাকুন৷
ওঁ শ্রী হনুমতয়ে নমঃ৷
ওঁ নমো হরি সঙ্কট মরকটায় স্বাহা৷
ওঁ শ্রী পবনন্দনায় স্বাহা৷
ওঁ নমো ভগবতে আনজনাথ স্বাহা৷
ওঁ মহাবলায় স্বাহা৷
ওঁ হুং পবনন্দনায় স্বাহা৷
শ্রী হনুমান কি জয়৷
ওঁ হনুমন্তে রক্ষ সদা৷
ওঁ হনুমন্তৈ নমঃ৷
ওঁ অঞ্জন সুতায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন মারুতি প্রচোদয়াৎ৷