এই প্রবন্ধে, আমি কিছু অভিনব তান্ত্রিক টোটকার প্রসঙ্গে আলোচনা করছি, যে টোটকাগুলি অভ্যাস করলে, আর্থিক অভাব থেকে মুক্তি পাওয়া যায়, ও সেই সঙ্গে অর্থ সঞ্চয়ও হয়ে থাকে। এগুলি খুবই কার্যকরী টোটকা, তা বলার অপেক্ষা রাখে না। মূলত এই টোটকাগুলি তন্ত্রশাস্ত্রের গবেষকগণ কর্তৃক প্রতিষ্ঠিত ও আদৃত। ভারতবর্ষের তন্ত্র গবেষণায় এই টোটকাগুলি একটি বিশিষ্ট স্থান দখল করে আছে।
যাই হোক, এই প্রবন্ধে, আর্থিক অভাব থেকে মুক্তি পাওয়া যায়, ও সেই সঙ্গে অর্থ সঞ্চয়ও হয়ে থাকে এমন কিছু ফলপ্রদ টোটকার তথ্য লিপিবদ্ধ করছি। টোটকাগুলি অভ্যাসের ফলে, যদি কোনো পাঠকের উপকার হয়, তা হলে, এই তথ্য সন্নিবেশ সার্থক হবে। তথ্য পরিবেশনের সাথে কোনও তন্ত্রক্রিয়া করা বা তার ফলাফলের দায়ভার আমার বা আমার এই ব্লগের নেই, এটি একটি তথ্য ও শিক্ষামূলক ব্লগ হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে।
১। খুব বেশি আর্থিক অসুবিধায় পড়লে, সেই ব্যক্তি যদি প্রতি শুক্রবার তুলসী গাছের সামনে একটি মাটির প্রদীপে ঘি ও মাখন সমভাবে মিশিয়ে নিয়ে জ্বালান, তাহলে এই অসুবিধা থেকে অচিরেই মুক্তি পাবেন।
২। বেশি আর্থিক অসুবিধায় পড়লে, সেই ব্যক্তি যদি প্রতি বৃহস্পতিবারে তুলসী গাছের গোড়ায় কিছুটা কাঁচা দুধের সাথে, খুব সামান্য চিনি মিশিয়ে ঢালেন, তাহলে এই অসুবিধা থেকে চটজলদি মুক্তি পাবেন।
৩। খুব বেশি আর্থিক অসুবিধায় পড়লে, সেই ব্যক্তির উচিত, যে কোনও লাল রঙের কাপড় ও মুসুরির ডাল ব্যবহার না করা।
৪। অনেকেই বলেন, টাকা আয় করছি কিন্তু কিছুতেই টাকা জমাতে পারছিনা, এক্ষেত্রে সেই ব্যক্তি আলমারিতে লাল শালু কাপড় পেতে, তার উপর টাকা পয়সা রাখলে এই অসুবিধা থেকে অচিরেই মুক্তি পাবেন ও অর্থ সঞ্চয় ও শুরু হয়ে যাবে।
৫। কোথাও টাকা আটকে যাবার জন্য খুব বেশি আর্থিক অসুবিধায় পড়লে, প্রতি সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ, মধু, ঘি, দই, দিয়ে স্নান করিয়ে বেলপাতা, ফুল, ও ধূপকাঠি , মোমবাতি জ্বেলে অর্চনা করলে লাভবান হবেন।