যারা দীর্ঘ সময় পর্যন্ত আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা নিম্ন নিয়মের দ্বারা লাভবান হতে পারেন৷
১৷ রবিপুষ্যা নক্ষত্রের দিন তামার তৈরি শ্রী যন্ত্রম এনে সেটিকে মন্দিরে গঙ্গাজল দিয়ে ভালো করে ধুয়ে স্থাপন করুন৷ ধূপ, দীপ জ্বালিয়ে প্রতিদিন শ্রী সুক্তম পাঠ করতে থাকুন৷
২৷ বাড়িতে একটি কলার চারাগাছ বৃহস্পতিবারে শুক্লপক্ষে ও শুভমুহূর্তে সেটিকে বাড়ির মন্দিরে গঙ্গাজল দিয়ে ধুয়ে স্থাপন করুন ও ধূপ, দীপ ইত্যাদি জ্বালিয়ে প্রতিদিন শ্রী সুক্তমের পাঠ করতে থাকুন৷
৩৷ রবিপুষ্যা নক্ষত্রের দিন ১১টি গোমতী চক্র নিয়ে আসুন ও সেটিকে গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধ করে মন্দিরে রাখুন ও ধূপ, দীপ জ্বেলে নিচের মন্ত্রের একটি মালা প্রতিদিন জপ করতে থাকুন ‘ওঁ নমো ধনদায়ে স্বাহা’৷