আমাদের জীবনে কিছু অশুভ লক্ষণ / Some bad signs in our lives

বড় সর্ষে, তেরো রাই, ছক মাটি, শ্মশানের ছাই ও ভালো কাঠ নিয়ে ঘি দ্বারা হবন করুন৷ ঠাণ্ডা হলে ওই ছাই নিয়ে দুজন বন্ধুর মধ্যে রেখে দিলে তাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে৷

হাতির লেজের লোম ও ঘোড়ার মুখের লোম নিয়ে কোনও আলোচনা সভায় নিয়ে ধুনো দিলে সেই সভাতে ঝগড়া হয়ে যায়৷

রবিবার দিন শ্মশানের ধুলো নিয়ে গুগ্গুল এর ধুনো যার ঘরে ফেলা হবে তার বাড়িতে কলহ লেগে থাকবে৷

রবিবার দিন ইঁদুর অথবা বিড়ালের লোম নিয়ে যার বাড়িতে পুঁতবেন সেই বাড়িতে কলহ লেগে থাকবে৷

আকন্দ ফুল নিয়ে যে দুজন ব্যক্তির নাম মনে মনে স্মরণ করা হবে, সেই দুইজনের মধ্যে শত্রুতা হয়ে যাবে৷

ঘুঘু পাখি ও কাকের পালক শনিবার মধ্যরাত্রে জ্বালিয়ে সেই পালক যদি দুজনের মাথায় দেওয়া হয় তাহলে তাদের দুজনের মধ্যে পারস্পরিক শত্রুতা সৃষ্টি হয়ে যাবে৷

পুরুষের পরিধেয় বস্ত্র ও স্ত্রীর মাথার চুল মঙ্গলবার জ্বালিয়ে তার ভস্ম খাইয়ে দিলে তাদের দুজনের মধ্যে পারস্পরিক শত্রুতার সৃষ্টি হবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *