অর্থ উপার্জন করার সাধারণ নিয়ম / The general rule of making money

যে বাড়িতে নিয়মিতভাবে বা প্রত্যেক শুক্রবার শ্রীসুক্ত অথবা শ্রী লক্ষ্মী সুক্ত পাঠ করা হয়, সেখানে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়ে থাকে৷


প্রত্যেক সপ্তাহে বাড়ির মেঝে পরিষ্কার করবার সময় অল্প পরিমাণে সামুদ্রিক নুন অবশ্যই জলে মিশিয়ে নিন৷ এতে বাড়িতে ঝগড়া-কলহ নিমেষেই শেষ হয়ে যায়৷ এছাড়া অতিরিক্ত সুবিধা হিসাবে এই লাভটি হবে যে, আপনি হয়ত জানেন না আপনার বাড়িতে অতিথি কোনও স্থান থেকে এসেছে বা তার মনে আপনার প্রতি কি চিন্তাধারা রয়েছে৷ নুন মেশানো যুক্ত জল দিয়ে মেঝে পরিষ্কার করলে সম্পূর্ণ নেতিবাচক শক্তিগুলি শেষ হয়ে যায়৷

সকালে ঘুম থেকে উঠে প্রধান দরজায় একটি গ্লাস বা ঘটি দিয়ে জল ঢাললে মা লক্ষ্মীর আসার পথ প্রশস্ত হয়ে যায়৷

যদি আপনি চান যে, বাড়িতে সুখ-শান্তির পরিবেশ সর্বদা বজায় থাকুক ও আর্থিকভাবে ভালোভাবে কাটাতে পারেন তাহলে প্রত্যেক অমাবস্যায় বাড়ি সম্পূর্ণ পরিষ্কার করুন৷ বাড়িতে যত অব্যবহারকারী বস্তু একজায়গায় করে কাউকে বিক্রি করুন বা বাইরে ফেলে দিন৷ পরিষ্কারের পর পাঁচটি ধূপকাঠি বাড়ির মন্দিরে লাগান৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *