- ময়ূরের হাড় একটি সুরক্ষা কবচ৷ এটিকে শিশুর গলায় পড়িয়ে দিলে তার টোনা-টোটকা সংক্রান্ত ব্যথা দূর হয়ে যায়৷
- ভূজ্যপত্রে নিম্ন যন্ত্রটির অঙ্কন করুন৷ এই যন্ত্রটি লাল চন্দন দিয়ে করতে হবে৷ যন্ত্র লেখার পর সেটিকে ভূজ্যপত্রে মুড়ে নিন৷ ধূপ-ধুনো দিয়ে রেশমী লাল সুতো ও লাল রেশমি কাপড়ে মুড়ে নিজের কাছে রাখুন৷ এই যন্ত্রটি গুরু-পুষ্যা যোগে করা উচিত৷ এটিকে কাছে রেখে দিলে প্রভূত অর্থের অধিকারী হওয়া যায়৷
যন্ত্রম
৭৬ ৮১ ৮২ ৬৯
৮১ ৭৬ ৭৫ ৮১
৭১ ৭৫ ৭৮ ৭৪
৭৩ ৭২ ৭২ ৮৪
ওম বাদং দ্বারবাসীনিভায়াম নমঃ
কার্যসিদ্ধি সম্পন্নের জন্য
বুধবার দিন এক বাটি বাসমতি চাল দান করুন৷ ঋণ মুক্তি, অর্থ প্রাপ্তি, ব্যবসা বৃদ্ধির জন্য চকচকে লাল রঙের কাপড় নিয়ে কোনও জায়গায় পাতুন৷ এতে লাল চন্দনের টুকরো, লাল গোলাপ ফুল, কুমকুম ও ৫৮টি এক টাকার কয়েন রাখুন৷ তারপর কাপড়ে সমস্ত জিনিস মুড়ে একটি পুটলি বানিয়ে নিজের ব্যবসাক্ষেত্রে অথবা আলমারি ও ক্যাশ বাক্সে রেখে দিন৷ ৬ মাস পরে পুনরায় নবরাত্রির অষ্টমীতিথিতে এই ক্রিয়াটি করুন৷
অর্থ প্রাপ্তির জন্য
এই ক্রিয়াটি শুধুমাত্র মঙ্গলবার থাকে করতে হবে৷ ২২ টি অশ্বত্থ গাছের পাতা ধুয়ে নিন৷ পূর্ব দিকে মুখ করে প্রত্যেকটি পাতায় ‘রাম’ লিখুন ও এটিকে হনুমানজির চরণে অর্পণ করুন৷
সফলতা প্রাপ্তির জন্য
কোনও কাজে সফল হতে গেলে সর্বার্থ সিদ্ধি যোগে এই ক্রিয়াটি অবশ্যই করুন৷ এক বোতল শুদ্ধ মধু নিয়ে তাতে ১১ দানা গুঞ্জা (কুঁচ) দিয়ে দিন ও তারপর শ্রী সুক্ত মন্ত্র পাঠ করুন৷ সম্ভব হলে এই মন্ত্রটি ১০৮ বার আহুতি দ্বারা হবন করুন৷ তারপর এই বোতলটি পুজোর জায়গায় যেখানে ঠাকুর দেবতা আছেন সেখানে রেখে দিন৷ সফলতা আসতে শুরু করবে৷
অলসতা দূর করার জন্য
যদি এরকম মনে হয় যে কোনও ব্যক্তি কেবল অলসতার কারণেই কোনও কার্যে সফল হতে পারছে না তাহলে কাতেরির মূল, শুদ্ধ মধুতে মিশ্রিত করে পিষে নিন৷ এই দ্রব্যটি শোঁকা মাত্র অলসতা দূর হয়ে যাবে৷
বাড়িতে কলহ হলে
বাড়িতে কলহ হলে এই ক্রিয়াটি করুন৷ বাড়িতে গমের আটা শুধুমাত্র সোমবার দিন পেষান৷ পেষানোর আগে এতে অল্প পরিমাণে ছোলা মিশিয়ে দিন৷ এই ধরনের আটার রুটি সেবন করলে বাড়িতে সমস্ত কলহ আস্তে-আস্তে শেষ হয়ে যাবে৷