ব্যবসা, বিবাহ ও অর্থের শক্তিশালী টোটকা / Strong tips for business, marriage and money

ব্যবসার স্থান বা প্রতিষ্ঠানে বিক্রয় অধিক হবার জন্য

আপনি নিজের ব্যবসার দ্বারা অনেক অর্থ প্রাপ্তি করতে চাইছেন অথবা ব্যবসায় বিক্রি বেশি হওয়ার জন্য বট বৃক্ষকে শনিবার দিন নিমন্ত্রণ দিয়ে আসুন৷ (গাছের শিকড়ের সামনে একটি পান, সুপারি ও একটি মুদ্রা রেখে আসুন) রবিবার সকালে গিয়ে তার একটি শিকড় ভেঙে নিয়ে আসুন, পিছন ঘুরে তাকাবেন না৷

এই শিকড়টিকে বাড়িতে এনে গুগ্গুলের ধুনো দিন ও ১০১ বার নিম্ন মন্ত্রটি জপকরুন৷

‘ওঁ নমঃ চন্ড অলসুর স্বাহা৷’

নিজের ভাণ্ডার ধনসম্পদে ভরে নিন

যে স্থানে হোলিকা (ন্যাড়াপোড়া) জ্বালানো হবে, সেখানে জ্বালানোর একদিন আগে রাত্রে একটি হাঁড়িতে গরুর দুধের ঘি, তিলের তেল, গম, জোয়ার ও একটি তামার পয়সা রেখে হাঁড়ির মুখটি বন্ধ করে পুঁতে দিয়ে আসুন, যেদিন রাত্রে হোলিকা দহন হবে তার পরেরদিন সকালে সেটিকে মাটি থেকে তুলে নিয়ে আসুন৷ তারপর এইসব বস্তুগুলোকে পুঁটলিতে বেঁধে যে বস্তুর উপর রাখা হবে, সেই বস্তুটি নিরন্তর ব্যয় করলেও তাতে নিরন্তর বৃদ্ধি হতে থাকবে ও আপনার গৃহভাণ্ডার, ধন-সম্পদে ভরে উঠবে৷

মেয়ের বিয়েতে বিলম্ব হলে

যদি আপনার মেয়ের বিয়েতে বিলম্ব হচ্ছে,অথবা মেয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান পাচ্ছেন না, তাহলে কোনও বৃহস্পতিবার সকালে স্নানাদি সেরে বেসনের লাড্ডু নিজে তৈরি করুন৷ এর গণনা ১০৯টি হতে হবে৷ তারপর হলুদ রঙের ঝুড়িতে হলুদ কাপড় পেতে সেই লাড্ডুগুলি এতে রাখুন ও শ্রদ্ধার সাথে কিছু দক্ষিণা রেখে দিন৷ সামনে কোনও শিবমন্দিরে গিয়ে বিয়ের জন্য প্রার্থনা করে বাড়িতে চলে আসুন৷  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *