ব্যবসার স্থান বা প্রতিষ্ঠানে বিক্রয় অধিক হবার জন্য
আপনি নিজের ব্যবসার দ্বারা অনেক অর্থ প্রাপ্তি করতে চাইছেন অথবা ব্যবসায় বিক্রি বেশি হওয়ার জন্য বট বৃক্ষকে শনিবার দিন নিমন্ত্রণ দিয়ে আসুন৷ (গাছের শিকড়ের সামনে একটি পান, সুপারি ও একটি মুদ্রা রেখে আসুন) রবিবার সকালে গিয়ে তার একটি শিকড় ভেঙে নিয়ে আসুন, পিছন ঘুরে তাকাবেন না৷
এই শিকড়টিকে বাড়িতে এনে গুগ্গুলের ধুনো দিন ও ১০১ বার নিম্ন মন্ত্রটি জপকরুন৷
‘ওঁ নমঃ চন্ড অলসুর স্বাহা৷’
নিজের ভাণ্ডার ধনসম্পদে ভরে নিন
যে স্থানে হোলিকা (ন্যাড়াপোড়া) জ্বালানো হবে, সেখানে জ্বালানোর একদিন আগে রাত্রে একটি হাঁড়িতে গরুর দুধের ঘি, তিলের তেল, গম, জোয়ার ও একটি তামার পয়সা রেখে হাঁড়ির মুখটি বন্ধ করে পুঁতে দিয়ে আসুন, যেদিন রাত্রে হোলিকা দহন হবে তার পরেরদিন সকালে সেটিকে মাটি থেকে তুলে নিয়ে আসুন৷ তারপর এইসব বস্তুগুলোকে পুঁটলিতে বেঁধে যে বস্তুর উপর রাখা হবে, সেই বস্তুটি নিরন্তর ব্যয় করলেও তাতে নিরন্তর বৃদ্ধি হতে থাকবে ও আপনার গৃহভাণ্ডার, ধন-সম্পদে ভরে উঠবে৷
মেয়ের বিয়েতে বিলম্ব হলে
যদি আপনার মেয়ের বিয়েতে বিলম্ব হচ্ছে,অথবা মেয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান পাচ্ছেন না, তাহলে কোনও বৃহস্পতিবার সকালে স্নানাদি সেরে বেসনের লাড্ডু নিজে তৈরি করুন৷ এর গণনা ১০৯টি হতে হবে৷ তারপর হলুদ রঙের ঝুড়িতে হলুদ কাপড় পেতে সেই লাড্ডুগুলি এতে রাখুন ও শ্রদ্ধার সাথে কিছু দক্ষিণা রেখে দিন৷ সামনে কোনও শিবমন্দিরে গিয়ে বিয়ের জন্য প্রার্থনা করে বাড়িতে চলে আসুন৷