অলসতা দূর করবার নিয়ম
যদি কোনও ব্যক্তির মনে হয় যে অলসতার জন্য তারা বঞ্চিত ফলাফল পাচ্ছেন না অথবা তার কাজকর্মে মন লাগছে না তাহলে তাকে কন্টকারীর মূল মধুতে বেটে নিয়ে শুধুমাত্র এর প্রশ্বাস নিলে আলস্য ভাব দূর হয়ে যাবে৷ আপনি শক্তিমান হবেন৷
কঠিন কাজে সফলতা পাবার নিয়ম
যদি আপনি কোনও কাজ অনেক চেষ্টা করবার পরেও সফল না হতে পারেন, তাহলে এই নিয়মটি অবশ্যই প্রয়োগ করুন৷ কোনও প্রকারের কঠিন কাজে সফলতা প্রাপ্তির জন্য তন্ত্রশাস্ত্রতে নিম্নলিখিত তন্ত্রের প্রয়োগ বলা হয়েছে৷ কোনও বিশেষ কাজে সফলতা প্রাপ্তির জন্য বাড়ি থেকে বেরোবার সময় এক মুঠ কালো তিল নিয়ে বের হবেন৷ রাস্তায় যেখানে কুকুর দেখতে পাবেন, তার সামনে সেই তিলটি ফেলে দিন ও আগে অগ্রসর হন৷ এতে কঠিন কাজেও সফলতা পাওয়া যায়৷ যদি সেই তিল কুকুরে খেয়ে নেয় তাহলে বুঝতে হবে যত কঠিন কাজই হোক না কেন, আপনি সফল হবেনই৷
শ্বশুর শাশুড়িকে বশে আনবার টোটকা
যদি শাশুড়ি অথবা শ্বশুরের দুর্ব্যবহার আপনার কষ্ট ও সহ্যের সীমা পার হয়ে যায় তাহলে রুটিতে কালো কালি দিয়ে শাশুড়ির নাম লিখে কালো কুকুরকে (স্ত্রী কুকুর) খাইয়ে দিন ও ঠিক একই নিয়মে শ্বশুরের নাম লিখে কালো কুকুরকে খাইয়ে দিন৷