সহজ সরল কাজের বহু টোটকা/ Lots of simple Totka

আলোচিত এই প্রবন্ধে আমি কয়েকটি সহজ-সরল কাজের জন্য টোটকা সংক্রান্ত তথ্য আলোচনা করছি। যেমন কার্যসিদ্ধি,অর্থপ্রাপ্তি,সফলতা প্রাপ্তি,অলসতা দূর করা,কলহ থামানো, বিয়েতে বিলম্ব,ঋণমুক্তি ইত্যাদি কাজের বিষয়ে যে সমস্ত বাধা বিঘ্ন উপস্থিত হয়,সেগুলি সুষ্ঠু সমাধানের জন্য ভারতীয় তন্ত্রে এইসব তথ্যমূলক ও শিক্ষামূলক টোটকা, আমি পাঠক হিসাবে আপনার দোরগোড়ায় উপস্থিত হয়েছি। আশা করি, আপনি এগুলি জেনে সমৃদ্ধ হবেন।     

ময়ূরের হাড় একটি সুরক্ষা কবচ ৷ এটিকে শিশুর গলায় পড়িয়ে দিলে তার টোনা -টোটকা সংক্রান্ত ব্যথা দূর হয়ে যায়৷

ভূজ্যপত্রে নিম্ন যন্ত্রটির অঙ্কন করুন৷ এই যন্ত্রটি লাল চন্দন দিয়ে করতে হবে৷ যন্ত্র লেখার পর সেটিকে ভুজ্যপত্রে মুড়ে নিন৷ ধূপ-ধুনো দিয়ে রেশমী লাল সুতো ও লাল রেশমি কাপড়ে মুড়ে নিজের কাছে রাখুন৷ এই যন্ত্রটি গুরু-পুষ্য যোগে করা উচিত৷ এটিকে কাছে রেখে দিলে প্রভূত অর্থের অধিকারী হওয়া যায়৷  

যন্ত্র

                ৭৬   ৮১   ৮২   ৬৯

                ৮১   ৭৬   ৭৫    ৮১

                ৭১    ৭৫    ৭৮   ৭৪

                ৭৩   ৭২    ৭২    ৮৪

ওম বাদং দ্বারবাসীনিভায়াম নমঃ

কার্যসিদ্ধি, সম্পন্নের জন্য

বুধবার দিন এক বাটি বাসমতি চাল দান করুন৷ ঋণ মুক্তি, অর্থ প্রাপ্তি , ব্যবসা বৃদ্ধির জন্য চকচকে লাল রঙের কাপড় নিয়ে কোনও জায়গায় পাতুন৷ এতে লাল চন্দনের টুকরো, লাল গোলাপ ফুল, কুমকুম ও ৫৮টি এক টাকার কয়েন রাখুন৷ তারপর কাপড়ে সমস্ত জিনিস মুড়ে একটি পুটলি বানিয়ে নিজের ব্যবসাক্ষেত্রে অথবা আলমারি ও ক্যাশ বাক্সে রেখে দিন৷ ৬ মাস পরে পুনরায় নবরাত্রির অষ্টমীতিথিতে এই ক্রিয়াটি করুন৷

অর্থ প্রাপ্তির জন্য

এই ক্রিয়াটি শুধুমাত্র মঙ্গলবার থাকে করতে হবে৷ ২২ টি অশ্বত্থ গাছের পাতা ধুয়ে নিন ৷ পূর্ব দিকে মুখ করে প্রত্যেকটি পাতায় ‘রাম’ লিখুন ও এটিকে হনুমানজির চরণে অর্পণ করুন৷

সফলতা প্রাপ্তির জন্য

সর্বার্থ সিদ্ধি যোগে এই ক্রিয়াটি করুন৷ এক বোতল শুদ্ধ মধু নিয়ে তাতে ১১ দানা গুঞ্জা (কুঁচ) দিয়ে দিন ও তারপর শ্রী সুক্ত মন্ত্র পাঠ করুন৷ সম্ভব হলে এই মন্ত্রটি ১০৮ বার আহুতি দ্বারা হবন করুন৷ তারপর এই বোতলটি পূজাস্থলে রেখে দিন৷ সফলতা আসতে শুরু করবে৷

অলসতা দূর করার জন্য

যদি এরকম মনে হয় যে কোনও ব্যক্তির অলসতার কারণে কোনও কার্যে সফল হতে পারছে না তাহলে কাতেরির মূল, শুদ্ধ মধুতে মিশ্রিত করে পিষে নিন৷ এই দ্রব্যটি শোঁকা মাত্র অলসতা দূর হয়ে যাবে৷

বাড়িতে কলহ হলে

বাড়িতে কলহ হলে এই ক্রিয়াটি করুন৷ বাড়িতে গমের আটা শুধুমাত্র সোমবার দিন পেষান৷ পেষানোর আগে এতে অল্প পরিমাণে ছোলা মিশিয়ে দিন৷ এই ধরনের আটার রুটি সেবন করলে বাড়িতে সমস্ত কলহ আস্তে-আস্তে শেষ হয়ে যাবে৷

কোনও ব্যক্তিকে এড়িয়ে যাবার জন্য

যদি কোনও ব্যক্তি ব্যবসা অথবা চাকরিতে বিরক্ত করছে তাহলে এই ক্রিয়াটি করুন৷ একটি সাদা অর্ধেক মিটারের কাপড় নিন৷ তাতে কাজল দিয়ে উক্ত ব্যক্তিটির নাম নিজের তর্জনী আঙ্গুল দ্বারা লিখুন৷ উক্ত ব্যক্তিটির নামে যতগুলি অক্ষর আছে, ততবার তার উপর থুথু দিতে থাকুন৷

মেয়ের বিয়েতে বিলম্ব হলে

মেয়ের বিয়েতে বিলম্ব হলে অথবা কোন কারণে যোগ্য পাত্র না পাওয়া গেলে মেয়েটিকে কোনও বৃহস্পতিবার দিন সকালে স্নান করে বেসনের লাড্ডু নিজে বানাতে হবে৷ লাড্ডুর সংখ্যা ১০৯ টি হতে হবে৷ তারপর প্লাস্টিকের একটি হলুদ রঙের ঝুড়ি নিন৷ হলুদ রঙের কাপড় পেতে ওই লাড্ডুগুলি তাতে রেখে দিন ও নিজের শ্রদ্ধা অনুযায়ী কিছু দক্ষিণা দিয়ে দিন৷ সামনে কোনও মন্দিরে গিয়ে বিবাহ বিষয়ক প্রার্থনা করে বাড়ি চলে আসুন৷

ঋণমুক্তির জন্য

শুক্ল পক্ষের মঙ্গলবারে আটাতে গুড় দিয়ে পোয়া বানিয়ে হনুমানজির মন্দিরে দিয়ে আসুন ও দরিদ্রদের খাওয়ান৷ ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন৷

কোনও কার্য অসফল হলে

যদি দেখেন যে আপনার কোনও কার্য সফল হচ্ছে না তাহলে এই ক্রিয়াটি করুন—ভোরবেলা কাঁচা সুতো নিয়ে সূর্যের সামনে মুখ করে দাঁড়িয়ে সূর্যদেবকে নমস্কার করে ‘ওঁ হ্রীং ঘৃণী সূর্য আদিত্য শ্রী’ মন্ত্রটি বলে সূর্যদেবকে জল অর্পণ করুন৷ জলটিতে কুমকুম, চাল, চিনি ও লাল ফুল দিন৷ এরপর কাঁচা সুতোটিকে  (পৈতার সুতো) সূর্যদেবের দিকে করে গনেশজির নাম মনে-মনে স্মরণ করে সাতটি গিঁট লাগান৷ এরপর এই সুতোটি কোনও বাক্সে রেখে নিজের জামার পকেটে রেখে দিলে আপনার অসমাপ্ত কাজ সফল হয়ে যাবে৷

You may also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *