প্রিয় পাঠকগণ, টোটকা এমন একটি বিজ্ঞান যাতে সন্তুলিত, সময়বদ্ধতা ক্রমাগত প্রয়োগ করলে সমস্যার সরলভাবে নিরাকারণ করা সম্ভব হয়৷ যে ক্রিয়া আমাদের কার্য সিদ্ধ করে আর যেটা আমাদের বোধশক্তির বাইরে সেটাকে আমরা অলৌকিক বলে আখ্যা দিই৷ এমন প্রয়োগ যা অল্প সময় ও পরিশ্রমের দ্বারা করা হয় ‘‘টোটকা’’ বলা হয়৷ এর পেছনে দুটো সিদ্ধান্ত মনে রাখতে হবে৷ প্রথমতঃ এটা করার সময় কেউ ব্যাঙ্গ করবে না আর দ্বিতীয় এর প্রতি পূর্ণ শ্রদ্ধা, এবং আস্থা মনে জাগ্রত থাকবে৷
যদি শিরায় শিরা উঠে যায় তো কোনও এমন শিশুর পা পিঠে চাপানো উচিত যারা বিপরীত পায়ে জন্মগ্রহণ করেছে৷
নজর লাগা প্রভাবিত শিশুর উপর লবণ ও লঙ্কা জ্বালিয়ে চক্রাকারে ঘুরিয়ে দিলে শিশুটি ঠিক হয়ে যায়৷
গ্রামাঞ্চলে শিশুদের গলায় নজরকাঠি পরানো অথবা তাদের মাথায় কাজলের টিকা লাগিয়ে নজরের কুপ্রভাব থেকে রক্ষা করা আপনারা সবাই জানেন৷
ছোট শিশুদের দাঁত বেরোতে অনেকসময় পীড়া উৎপন্ন হয়৷ কখনো কখনো পীড়ায় জর্জরিত হয়ে শিশুরা অসুস্থ হয়ে পরে৷ এর জন্য শিশুর গলায় রুই মাছের পাঁচটি দাঁত সুতায় বেঁধে ঝুলিয়ে দিন৷
কখনো কখনো শিশুরা ঘুমন্ত অবস্থায় হঠাৎ চমকে উঠে কাঁদতে শুরু করে৷ এরকম হলে শিশুর গলায় রসুনের চার কোয়া সুতোয় বেঁধে ঝুলিয়ে দিন৷ শিশুরা ভয় পাবে না৷ কারোর ক্ষতি করার জন্য অনেক ধরনের টোটকার ব্যবহার করা হয়৷ আমি এখানে এসব বিস্তারিত আলোচনা করবো না কারণ আমি সর্বদা ভালো করার অঙ্গীকারবদ্ধ হয়েছি৷
কারোর ক্ষতি করার জন্য অনেক ধরনের টোটকার ব্যবহার করা হয়৷ আমি এখানে এসব বিস্তারিত আলোচনা করবো না কারণ আমি সর্বদা ভালো করার অঙ্গীকারবদ্ধ হয়েছি৷
ভারতবর্ষে অনেক ধরনের বনস্পতি রয়েছে যার মধ্যে কিছু জীবনদায়ী হয় আর কিছু সংহারকও হয়৷ আজকের পর্যবেক্ষণের কারণে বনস্পতি ঔষধী রূপে অবশ্যই প্রভাবিত হচ্ছে, কিন্তু তন্ত্রতে তার স্থান ও প্রভাব আজও ততটাই আছে৷
সর্বপ্রথম আমি গাছের চারার বর্ণনা করছি যেটা সঠিক বার ও নক্ষত্রতে এনে পূজা-পাঠ দ্বারা লাভবান হয়৷ এর জন্য আপনাকে কোনও বড় পূজা-পাঠ বা হবনের আয়োজন করতে হবে না৷ আপনি সাধারণ পূজা-পাঠ করেও লাভবান হাতে পারেন৷
সহদেবী—এটা একটি বনস্পতি৷ এর চারা খুব সহজেই পাওয়া যায়৷ তান্ত্রিক দৃষ্টিতে এটা অনেক লাভদায়ক ও অলৌকিক হয়৷
চারা গাছের শিকড় আনার আগে কোনও শুভ যোগে একদিন আগে চারাকে নিমন্ত্রণ দিন৷ এটা বলতে হবে যে ‘উক্ত’ সময়ে আপনাকে নিতে আসবো৷ যে ইচ্ছাতে শুভ কার্য সিদ্ধির জন্য আপনাকে নিতে আসবো, আপনার আশীর্বাদে সেই মনোস্কামনা অবশ্যই সিদ্ধ বা পূর্ণ হবে৷ পরেরদিন জল আর মিষ্টি নিয়ে যান৷ জল নিবেদন করে এক টানে জল আর মিষ্টিকে টেনে আনুন৷ বাড়িতে এনে প্রতিমার মত পঞ্চামৃত দিয়ে স্নান করে আসনে প্রতিষ্ঠা করুন৷ তারপর ধুপ ধুনো দিয়ে পূজা করে এই মন্ত্রগুলি বলুন৷ ‘ওঁ নমো রূপাবতী, সর্বপ্রতিতে, শ্রী সর্বজনরঞ্জনি সর্বলোক বশকরনি সর্বসুখ রঞ্জনী, লক্ষ্মী দয়ানি মহামাইল ঘোল থি কুরু কুরু স্বাহা৷’ ২১ বার জপ করুন৷
চারার কাছে যাবার পূর্বে পূজন বিধি পর্যন্ত শান্ত থাকতে হবে৷ পূজা সমাপ্ত হইবার পর শিকড়টিকে লাল শালুতে মোড়ক করে সিন্দুক অথবা অন্য ভাণ্ডারে রাখলে ধনের উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে৷
You May Also Like
- शादी की बाधा के इलाज के लिए तीन जादुई, बहुत आसान और सरल तंत्र टिप्स / Three Easy Magical Tantra Tips to get rid from Marriage Obstacles
- शादी के बाधाओं के तीन जादुई तंत्र टोटके / Three Tantra Tips for Marriage
- शीघ्र बिबाह ओर सन्तान प्रदाता मंत्र / সত্বর বিবাহ ও সন্তান প্রদাতা মন্ত্র
- संतान प्राप्ति के लिए अनुभूत एक अचुक मंत्र / সন্তান প্রাপ্তির জন্য পরীক্ষিত একটি অনন্য মন্ত্র
- हर काम में सफलता पाने के लिए बसुदेव मंत्र / Basudev Mantra for Success
- অজীর্ণ, বদহজম, অম্বল, পেটে কুপিত বায়ুর জন্য ধ্বন্বন্তরী মন্ত্র / Effective Mantra for Indigestion, Acidity, Flatulence
- অতি শক্তিশালী স্বামী বশীকরণ যন্ত্রম / Very Powerful Husband Vashikaran Yantram
- অতীব শক্তিশালী ও কার্যকরী প্রেমিকা-প্রেমিকা বশীকরণের তন্ত্র ক্রিয়া / Powerful Spells of Lover Vashikaran
- অনবদ্য মুসলিম প্রেমিক-প্রেমিকা আকর্ষণের যন্ত্রম / Superb Muslim Lover Attraction Yantram
- অন্ডকোষ বৃদ্ধি রোধ করার একটি অনবদ্য যন্ত্রম / Yantram for hydrocele
- অবাধ্য এবং জেদী সন্তানদের জন্য অভূতপূর্ব কিছু টোটকা / Totka for Disobedient Child
- অম্বল, গ্যাস ও বদহজমের জন্য একটি শক্তিশালী টোটকা / Strong remedy for Acidity and Indigestion
- অর্থ উপার্জনের জন্য কিছু সহজ ও সরল টোটকা / Easy Totka for Earning
- অর্থবৃদ্ধি ও ব্যবসাবৃদ্ধি করার জন্য একটি অত্যন্ত প্রভাবশালী লক্ষ্মী মন্ত্র – 8 / The unique and Powerful Laxmi Mantra for enhance Money and Business
- আমাদের দৈনন্দিন জীবনের কিছু প্রয়োজনীয় তন্ত্র টোটকা / Some essential tantra tips for our daily life
- আর্থিক অভাব ও ঋণমুক্তির অতীব শক্তিশালী যন্ত্রম / Strong Yantram for Financial Poorness and Discharge from Debt
- আর্থিক অভাব থেকে মুক্তিও অর্থ সঞ্চয়ের তান্ত্রিক টোটকা / Tantrik Totka Tips for Monitory Disturbance and Savings
- আর্থিক অভাব, অনটন দূর করার জন্য শক্তিশালী লক্ষ্মী মন্ত্র – ১ / Powerful Laxmi Mantra – 1 for Financial Lack and Eradicate Poverty
- আর্থিক অভাব, দারিদ্র দূর করার জন্য একটি শক্তিশালী লক্ষ্মী মন্ত্র -২/ Powerful Laxmi Mantra – 2 for Financial Lack and Eradicate Poverty
- আর্থিক সংকট থেকে পরিত্রানের কতকগুলি টোটকা / Tips for remove Financial Crisis
- আর্থিক সংকট থেকে মুক্তির কার্যকরী তান্ত্রিক টোটকা / Strong Tantrik Tips for Financial Disability
- আর্থিক সংকটমুক্ত হওয়ার জন্য শক্তিশালী মন্ত্র / Mantra for Finance Problems
- উচ্চ রক্তচাপ বা হাই ব্লাডপ্রেসার নিয়ন্ত্রণে রাখতে একটি শক্তিশালী মন্ত্র / Strong Mantra for High Blood Presser
- ঋণ এর যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রমাণিত যন্ত্রম / Proven Yantram for Debt
- ঋণ থেকে মুক্ত হতে “ঋণ মোচক মঙ্গল যন্ত্রম”/ “Rin Mochak Mangal Yantram” for Debt