শত্রূ নাশের টোটকা / Win over your foes

1 শত্রূ দমন করার জন্য সকালে ৭ বার “বজরং বান” পাঠ করুন ও হনুমানকে লাড্ডূর ভোগ অর্পণ করুন। এছাড়া ৫ টি গোটা লবঙ্গ পুজোর স্থানে দেশী কর্পূরের সাথে জ্বালান। তারপর এর ভস্য মাথায় তিলক করে বাইরে চলে আসুন। আপনার সকল শত্রূ নাশ হয়ে যাবে। 

2 ঋতুমতী মহিলার কাপড় ও গোরোচন দুটি জিনিসের উপর শত্রূর নাম লিখে তার গলায় বেঁধে দিলে শত্রূ স্তম্ভন হয়ে যায়। 

3 ভাঙ্গে সন্ধক লবন মিশিয়ে শত্রূর বাড়িতে পুঁতে দিলে নিজের বাড়িতে প্রদীপ আঁচে প্রজ্বলিত করুন। শত্রূ মৃত্যুতুল্য কষ্ট পাবে। 

4 আকন্দের দুধে সাদা সর্ষে মিশিয়ে হবন করলে শত্রূ অন্ধ হয়ে যায়। 

5 রবিবার দিন পুষ্য নক্ষত্রে জুঁই ফুলের শিকড় তাবিজে ভরে হাতে ধারণ করলে শত্রূ পরাজিত হয়ে যায়।

6 পেঁচার পিঠের লোম তুলে নিয়ে মন্ত্রের সাহায্যে অভিমন্ত্রিত করে নিন। তারপর এটি রুপোর তাবিজে ভরে হাতে ধারণ করলে শত্রূ পরাজিত হয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *