নজর দোষ দূর করবার টোটকা / Tip to remove evil eye

১। শনিবার দিন শ্রী হনুমানের মূর্তির কাঁধের অল্প সিঁদুর নিয়ে আসুন ও নজর লাগা শিশুর মাথায় ক্রমাগত পাঁচদিন পর্যন্ত্য তিলক লাগালে নজর দোষ দূর হয়ে যাবে। 

২। যে শিশুর নজর লেগেছে,তাকে ঘরের দরজার চৌখাটে বসিয়ে দিন তারপর উপর থেকে সন্ধক লবন ও মাটি সাতবার ঘুরিয়ে নিয়ে বাইরে ফেলে দিন। 

৩। যদি খাবারে নজর লেগে যায় তাহলে খাবার থেকে অল্প পরিমানে খাদ্য নিয়ে একটি পাতায় রাখুন,এর উপর লাল আবির ছড়িয়ে দিন তারপর সেই পাতার খাদ্য কুকুরকে খাইয়ে তারপর ভোজন করুন। এতে নজর দোষ দূর হয়ে যাবে। 

৪। সাতটি শুকনো লঙ্কা,নূন,সাদা সর্ষে,পাঁচ দানা রসুন,পেঁয়াজের শুকনো খোসা,গরু অথবা মহিষের শুকনো গোবর জ্বলন্ত আগুনে ফেলে জ্বলন্ত গোবরটি থালায় রেখে আরতির মত নজর লাগা শিশুর মাথা থেকে পা পর্যন্ত্য সাতবার দেখিয়ে জ্বলন্ত অগ্নিকুন্ড বাইরে ফেলে দিন। 

৫। গমের আটার সাহায্যে একটি প্রদীপ তৈরী করুন। কালো সুতোর সলতে তৈরী করে সর্ষের তেলের সাহায্যে প্রদীপটি জ্বালিয়ে আরতির মত শিশুর উপর থেকে সাতবার ঘোরালে নজর দোষ দূর হয়ে যাবে। প্রদীপে দুইটি শুকনো লঙ্কা অবশ্যই দেবেন। 

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *