সহজ সরল কাজের বহু টোটকা / Lots of simple totkas

ময়ূরের হাড় একটি সুরক্ষা কবচ ৷ এটিকে শিশুর গলায় পড়িয়ে দিলে তার টোনা -টোটকা সংক্রান্ত ব্যথা দূর হয়ে যায়৷

ভূজ্যপত্রে নিম্ন যন্ত্রটির অঙ্কন করুন৷ এই যন্ত্রটি লাল চন্দন দিয়ে করতে হবে৷ যন্ত্র লেখার পর সেটিকে ভুজ্যপত্রে মুড়ে নিন৷ ধূপ-ধুনো দিয়ে রেশমী লাল সুতো ও লাল রেশমি কাপড়ে মুড়ে নিজের কাছে রাখুন৷ এই যন্ত্রটি গুরু-পুষ্য যোগে করা উচিত৷ এটিকে কাছে রেখে দিলে প্রভূত অর্থের অধিকারী হওয়া যায়৷  

৭৬ ৮১ ৮২ ৬৯

                ৮১   ৭৬ ৭৫ ৮১

                ৭১ ৭৫ ৭৮ ৭৪

                ৭৩   ৭২ ৭২ ৮৪

ওম বাদং দ্বারবাসীনিভায়াম নমঃ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *