শীঘ্র বিয়ে এবং বিয়েতে বাধা দূর করার নিয়ম / Rules for early marriage and overcoming barriers to marriage

বিয়ের যোগ্য ব্যক্তিদের প্রত্যেক বৃহস্পতিবার স্নান করার জলে এক চিমটি হলুদ দিয়ে স্নান করা উচিত৷ কেশরও ব্যবহার করা যেতে পারে৷

এরকম ব্যক্তিদের বৃহস্পতিবার গরুকে ভোগ অর্থাৎ দুটি আটার লাড্ডুতে অল্প পরিমাণে হলুদ লাগিয়ে ও অল্প গুড় এবং ভেজা ছোলার ডাল দেওয়া উচিত৷

কখনও বৃদ্ধ মানুষকে অসম্মান করবেন না৷ বৃদ্ধ মানুষকে যথার্থ সম্মান ও সাহায্য করুন৷

এই নিয়মটি শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার থেকে করতে হবে৷ বৃহস্পতিবার বিকালে পাঁচ রকমের মিষ্টির সাথে সবুজ এলাচের জোড়া ও শুদ্ধ ঘি-এর প্রদীপ জ্বালিয়ে জল অর্পণ করা উচিত৷ এই নিয়মটি পর পর তিনটি বৃহস্পতিবার করতে হবে৷

বৃহস্পতিবার কলা গাছের সামনে গুরু মন্ত্র ১০৮ নামসহ উচ্চারণ করে শুদ্ধ ঘি-এর প্রদীপ ও জল অর্পণ করা উচিত৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *