ভালবাসার জন্য অনন্য তন্ত্র টিপস / Unique Tantra Tips for Love

এই প্রবন্ধে, আমি তন্ত্রমতে প্রেম -প্রীতি – ভালোবাসার অভূতপূর্ব টোটকা  নিয়ে আলোচনা করতে চলেছি। যাঁরা সদ্য সদ্য প্রেমে পড়েছেন, মূলত তাঁদের জন্যই ৪ টি টোটকার  বিষয়ে লিখছি, যে টোটকাগুলি প্রেমের সব বাধা সরিয়ে দিয়ে প্রেমিক প্রেমিকার মধ্যে সাবলীল অন্তরঙ্গতা গড়ে তুলবে। তবে এই সব তন্ত্র টোটকাগুলির অভ্যাস গুলি করবেন প্রেমিকা নিজেই। প্রেমিকের জন্য এগুলি নয়। একনজরে দেখে নেওয়া যাক টোটকাগুলি কিভাবে করতে হবে।

১।  সবুজ ( টিয়া পাখির রং ) কাঁচের চুড়ি পরুন। সবুজ রং পর্যাপ্ত পরিমানে রয়েছে এমন ইমিটেশনের চুড়িও পরতে পারেন। পাঁচ বা ততোধিক চুড়ি পরবেন।
২। প্রতি শুক্রবার সাদা রঙের পোশাক পরুন।  প্রতি বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন। এভাবেই প্রতি শুক্রবার সাদা ও প্রতি বৃহস্পতি বার হলুদ রঙের পোশাক পরলে অতি অবশ্যই প্রেম প্রীতিতে গভীরতা আসবে।মনে রাখবেন, প্রেম প্রীতিতে রঙের প্রভাব অস্বীকার করা যায় না।

৩।  প্রতি পূর্ণিমার রাতে প্রেমিকের সাথে অবশ্যই কিছুটা সময় কাটান, তাঁকে আপনার আন্তরিক প্রেম নিবেদন করুন, হাতে নাতে ফল পাবেন।

৪। যদি কোনো সময় প্রেমিকের সাথে মতান্তর হয়, বা যদি দেখেন, তিনি প্রথমদিকে যতটা সময় বা গুরুত্ব দিতেন,তেমন আর দিচ্ছেন না, বা তাঁর ইদানিং মনটা আর আপনার দিকে নেই,তাহলে মনকষ্টে না ভুগে অতি অবশ্যই এই উপায়টি করুন। একটি নিশ্ছিদ্র ও সর্বাঙ্গসুন্দর পান পাতা নিন যেটি কিনা বাজার থেকে একদামে কিনতে হবে। মিঠা পান পাতা হলে খুবই ভালো হয়। কাজটা করবার আগে প্রেমিকের একখানি পূর্ণ দৈর্ঘ্যের ছবি নিয়ে আপনি যেখানে বসবেন সেখানে আপনার আসনের সামনে রাখুন, ধূপকাঠি ও প্রদীপ জ্বেলে উত্তরদিকে মুখ করে আসনে বসুন। এইবার পান পাতাটির উপরে আপনার প্রেমিকের নামটি স্পষ্ট করে অর্থাৎ গোটা গোটা করে কালো কালি দিয়ে লিখুন। কিছুক্ষন ধরে শুকিয়ে নিন।

এইবার একটি ১০০ গ্রাম আন্দাজ মধুর শিশি নিন। নাম টি শুকিয়ে গেলে ওই পান পাতাটি মুড়ে ওই শিশির মধুর মধ্যে চুবিয়ে দিন। শিশির মুখ বন্ধ করে দিন। এরপর ওই শিশিটিকে বাড়ির উত্তর দিকে কোনো ত্বকের উপর কোনো পরিষ্কার জায়গায় রাখুন। টোটকাটি অবশ্যই মাসের শুক্লপক্ষের প্রথম শুক্রবার দিন সকাল ৮ তার মধ্যে করবেন।

টোটকাটি করার কিছুদিনের মধ্যেই  আপনার প্রেমিক পুনরায় আগের মতোই আকর্ষিত হবে, এতে কোনো সন্দেহ নেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *