আর্থিক সমৃদ্ধির নিয়ম / Rules of Financial Prosperity

আপনি বাড়িতে নিয়মিত পুজো করবার সময় যে প্রদীপটি জ্বালান তাতে তুলোর সলতের জায়গায় লাল সুতোর সলতে ব্যবহার করুন,কারণ মা লক্ষ্মী লাল রং অনেক পছন্দ করেন৷

আর্থিক বৃদ্ধির জন্য আপনি শনিবার দিন গম ভাঙান ও গমে একমুঠো ছোলা অবশ্যই মিশিয়ে দেবেন৷

যখনই আপনি টাকা গুনবেন তাতে থুতু দিয়ে কখনই গুনবেন না৷ প্রায়শই আপনি দেখবেন যে, ব্যক্তিরা টাকা গুনবার সময় থুতু দিয়ে গুনে থাকেন৷ এতে মা লক্ষ্মীর অপমান হয় কারণ টাকা মা লক্ষ্মীর আরেকটি রূপ৷

যখন আপনার বাড়িতে প্রথম পুত্র সন্তান জন্ম হয়েছে, তখন তার দাঁত আসার পরে ও প্রথম দাঁত পরার সময় বিশেষ ভাবে লক্ষ্য রাখুন৷ যখনই তার দাঁত পড়বে, সেই দাঁতটি মাটিতে পরার আগে হাতে করে তুলে কোনও শুদ্ধ স্থানে রেখে দিন৷ এবার কোনও গুরুপুষ্যার দিন অর্থাৎ কোনও বৃহস্পতিবার পুষ্যা নক্ষত্র থাকলে সেই দাঁতটি সর্বপ্রথম গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন৷ তারপর ধূপ দেখিয়ে রুপোর কৌটোতে রেখে দিন৷ সেই কৌটোটি সর্বদা নিজের কাছে অথবা অর্থ রাখবার স্থানে রেখে দিন৷ মাসে একবার, যে নক্ষত্রে শিশুটির জন্ম হয়েছে,সেই নক্ষত্রে দাঁতটিকে আগের মত শুদ্ধ করে ধূপ ও সূর্যদেবের দর্শন করিয়ে পুনরায় কৌটাতে রেখে দিন৷ এভাবে প্রত্যেক মাসে করতে থাকুন৷ আপনি নিজেই লক্ষ্য করবেন, যে স্থানে দাঁতটি রেখেছিলেন সেখানে অর্থের কোনও সমস্যা হবে না৷ এই নিয়মটি তখনই সফল হবে যখন আপনি দাঁতটি মাটিতে পরার আগে হাতে ধরে নেবেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *