যে কোনও প্রকার টোটকা বেশি প্রভাবশালী করবার জন্য দীপাবলী, হোলি ইত্যাদি শুভক্ষণে তার সঙ্গে সম্পর্ক যুক্ত মন্ত্রের একটি মালা অবশ্যই জপ করা উচিত৷ এর পরেই এই টোটকাটির প্রভাব হয়৷ নিম্নে কিছু ভয় নাশক টোটকা দেওয়া হল৷
তান্ত্রিক বিধি-নিয়ম অনুযায়ী রবিপুস্প যোগে সাদা আকন্দ ফুলের শিকড় নিয়ে ধারণ করলে বাঘ ইত্যাদি হিংস্র পশুর কোনও ভয় থাকে না৷ এই যোগে কালো ধুতরা ফুলের শিকড় নিয়ে কাজ করলেও ভালো ফল পাওয়া যায়৷
ময়ূরের পালক বাড়িতে রাখলে সাপ ঘরে আসে না৷
অশ্লেষা নক্ষত্রতে আমলার শিকড় নিয়ে হাতে ধারণ করলে সাধক হিংস্র পশু থেকে ভয় মুক্ত থাকতে পারবে৷
কেওড়া গাছের শিকড় মাথায় লাগালে চোরের ভয় থাকে না৷