এবার আমি আপনাকে একটি অনেক প্রভাবশালী নিয়ম বলতে চলেছি৷ এই নিয়মটি ক্রমাগত ৯ দিনের কিন্তু যদিও এটি করতে বেশি সময় লাগে না৷ কিন্তু কিছু ব্যক্তিবর্গ ৯ দিনটিকে ঝামেলা বলে মনে করেন, কিন্তু কিছু পাবার জন্য কিছু তো করতেও হয়৷ এমনিতেও মা লক্ষ্মী কর্মঠ ব্যক্তিদের বাড়িতে বিরাজ করেন৷ আপনি প্রত্যেক মাসের শুক্লপক্ষের প্রথম তিথিতে এই নিয়মটি করতে পারেন৷ এর জন্য আপনার পদ্ম ফুলের মালার প্রয়োজন হবে৷ প্রথম তিথিতে সন্ধ্যাবেলায় কোনও পরিষ্কার স্থানে পশ্চিমদিকে মুখ করে বসুন৷ নিজের কাছে একটি কাঠের টুকরোর উপর লাল কাপড় বিছিয়ে দিন৷ একটি থালায় ১১টি লাল গোলাপ ফুল, প্রসাদ ও কিছু পয়সা রেখে দিন৷ মাটির প্রদীপে শুদ্ধ ঘি এর প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে সর্বপ্রথম লাল গোলাপ অর্পণ করার পর ধূপকাঠি জ্বালিয়ে দিন৷ তারপর নৈবিদ্য অর্পণ করুন৷ এরপর কোনও জ্বলন্ত গোবরের উপর অল্প পরিমাণে কর্পূর রাখুন৷ কর্পূরের উপর একটি বাতাসা ও তার উপর লং এর জোড়া রাখুন৷
কিছুক্ষণ পর সুগন্ধের সাথে পরিবেশ শুদ্ধ হয়ে যাবে৷ তারপর আপনি চোখ বন্ধ করে মা লক্ষ্মীকে স্মরণ করে আস্তে-আস্তে পাঁচটি গভীর নিশ্বাস নিন৷ তারপর পদ্ম ফুলের মালা দিয়ে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন৷ যদি আপনি কোনও মন্ত্র না জানেন তাহলে ‘শ্রীং’অথবা ‘শ্রীং শ্রীয়ে নমঃ’এই জপটি করতে পারেন৷ জপের পরে গোলাবটি তুলে কোনও শুদ্ধ স্থানে রেখে দিন৷ প্রসাদ শিশুদের মধ্যে বিতরণ করুন৷ যা পয়সা রাখাছিল, সেগুলি নিজের কাজে লাগান৷ ৯দিন পর্যন্ত অর্থাৎ নবমী পর্যন্ত আপনি এই ক্রিয়াটি করুন৷ নবমীতে সমস্ত গোলাপফুল একত্রিত করে উক্ত লাল কাপড়ে বেঁধে নিজের অর্থ ভাণ্ডারে রেখে দিন৷ এবার যদি আপনি পরের মাসে আবার এই নিয়মটি করতে চান তাহলে আগের মাসে রাখা উক্ত গোলাপের লাল কাপড়টি বিসর্জন দিয়ে দিন৷ এইবার পুনরায় গোলাপের কাপড়টি অর্থের ভাণ্ডারে রেখে দিন৷ কিছুক্ষন পরে দেখবেন যে, মা লক্ষ্মীর স্থায়ী নিবাস আপনার বাড়িতে হয়েছে৷