বিভিন্ন সমস্যার প্রতিকারে কিছু টোটকা / Some totkas to remedy various problems

আশ্লেষা নক্ষত্রতে ধুতরা ফুলের মূল বাড়িতে রাখলে সর্প ভয় থাকে না৷

পূর্বফাল্গুনী নক্ষত্রতে বহেরা পাতা নিয়ে বাড়িতে রাখলে ব্যাভিচার প্রয়োগের প্রভাব থাকে না৷

উত্তরফাল্গুনী নক্ষত্রতে লেবুর মূল নিয়ে গরুর দুধের সাথে পান করলে পুত্র সন্তান প্রাপ্তি হয়৷

হস্ত নক্ষত্রতে চম্পার মূল নিয়ে শিশুদের গলায় ধারণ করালে নজর লাগে না৷

অনুরাধা নক্ষত্রতে যুঁইয়ের মূল গলায় ধারণ করলে শত্রু বন্ধুতপূর্ণ ব্যবহার করেন৷

শ্রাবণ নক্ষত্রতে ক্যাস্টর মূল নিয়ে স্ত্রীকে পরিয়ে দিলে সে গর্ভধারণ করে৷

কৃতিকা নক্ষত্রতে পেঁয়াজের পাতা নিয়ে গরুর দুধের সাথে মিশিয়ে খেলে সমস্ত রোগ সেরে যায়৷

পূর্বভাদ্রপদ নক্ষত্রতে তুলসির মূল নিয়ে মাথায় রাখলে অগ্ণি ভয় থাকে না৷

অশ্বিনী নক্ষত্রের দিন বিল্বপত্রের সাথে একটি রঙিন গরুর দুধ মিশিয়ে খাওয়ালে স্ত্রী সন্তানসম্ভবা হয়৷

অশ্বিনী নক্ষত্রতে অপাঙের মূল নিয়ে যন্ত্রমে ভরে সভায় গেলে সভা অবশ্যই সফল হবে৷

ভরণী নক্ষত্রতে সিভিলিয়ান লতার গুল্ম নিয়ে চুন, সুপারি দিয়ে চুরি হওয়া স্থানে রেখে দিলে চুরি হওয়া দ্রব্যর সন্ধান শীঘ্র পাওয়া যায়৷

আর্দ্রা নক্ষত্রতে আকন্দ গাছের মূল নিয়ে যন্ত্রমের মতো গলায় ধারণ করলে যা বলবেন সেটাই মান্যতা প্রাপ্ত হবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *