যদি কোনও যুবক সত্যি সত্যি কোনও যুবতীর প্রতি আকৃষ্ট হয়, বা কোনও যুবতী কোনও যুবককে সত্যিই মন থেকে ভালোবেসে থাকে, তাহলে সেই প্রেমিক বা প্রেমিকা এই মন্ত্রটির সাহায্য নিতে পারে। মন্ত্রটি অতীব কার্যকরী, বহু প্রমাণিত একটি মন্ত্র, ” ওঁ কামেশ্বর ( প্রেমিক / প্রেমিকার পদবী সহ সম্পূর্ণ নাম ) আনয় আনয় বশংতা ক্লীং” পাঠকের এই বিষয়ে অবশ্যই মনে রাখতে হবে, এই মন্ত্রটি ৩২ দিন পর্যন্ত, প্রতিদিন ১০৮ বার করে জপ করতে হবে। মন্ত্র জপের শুরুতে একটি প্রার্থনা করতে হবে, “হে কামেশ্বর, আমার অভিলাষিত যুবক / যুবতীকে আমার প্রতি আনয়ন করুন” প্রার্থনাটি ১১ বার নিরবচ্ছিন্ন ভাবে করতে হবে। প্রতিদিন প্রার্থনাটি ১১ বার উচ্চারণ করে, মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে।
মন্ত্রটি প্রভাবশালী হয়ে গেলে, অর্থাৎ সিদ্ধ হলে, যে কোনও খাদ্যদ্রব্য এই মন্ত্রে ২১ বার অভিমন্ত্রিত করে, সেই প্রেমিক / প্রেমিকাকে খাওয়ালে সেই যুবক বা যুবতী অবশ্যই প্রভাবিত ও বশীভূত হবে, এতে কোনও সন্দেহের অবকাশ নেই।
তবে এই ক্রিয়ার কখনোই কোনও অবৈধ কাজে ব্যবহার করা উচিত নয়, কোনও অবৈধ কারণে এই মন্ত্রের ব্যবহার করলে হিতে বিপরীত ফললাভ হতে পারে৷