১৷ শুক্রবার দিন ভগবান বিষ্ণুকে দক্ষিনাবর্ত শঙ্খের মধ্যে জল ভরে অভিষেক করুন৷ এই অভিষেকের দ্বারা মা লক্ষ্মী প্রসন্ন হন৷
২৷ ‘ওঁ শ্রী শ্রীয়ে নমঃ’—এই মন্ত্রটির ১০৮ বার জপ করুন৷
৩৷ শুক্রবার দিন একটি হলুদ কাপড় নিয়ে এতে পাঁচটি হলুদ রঙের কড়ি, অল্প পরিমাণে জাফরান ও মুদ্রা নিন৷ এগুলিকে একসঙ্গে বেঁধে সিন্দুকে রেখে দিন৷
৪৷ শুক্রবার দিন বিকালে গরুর দুধের ঘি এর প্রদীপ বাড়ির ঈশান কোণে জ্বালান৷ এই প্রদীপে অল্প পরিমাণে জাফরান দিন ও তুলোর জায়গায় লাল সুতির সুতো ব্যবহার
৫৷ শুক্রবার দিন ৯ বছরের কম ৫টি মেয়েকে বাড়িতে ডেকে তাদেরকে পেটভরে পায়েস (চিনির জায়গায় মিছরি ব্যবহার করুন) খাওয়ান৷ তারপর তাদেরকে বস্ত্র ও দক্ষিণা দিয়ে পা ছুঁয়ে প্রণাম করুন৷করুন৷