ব্যবসার বাঁধা কাটাতে ৩ টি টোটকা / 3 totkas to cut business barriers

ব্যবসার বাঁধা কাটাতে ৩টি টোটকার কথা আলোচনা করছি৷ অনেক সময়ই দেখা যায় যে, চালু দোকান বা ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, খরিদ্দার বা ক্লায়েন্ট-এর সংখ্যা কমে আসে৷ ফলে ব্যবসায়ীরা মানসিকভাবে ও আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন৷ অনেক সময় শত্রুরা তান্ত্রিক উপায়ে দোকান বা ব্যবসা বেঁধে দেয় অথবা গ্রহ নক্ষত্রের প্রভাবে ব্যবসায় বাঁধা পড়ে৷ এমত অবস্থায় এই টোটকাগুলি করলে সমস্ত বাঁধা কেটে যাবে এবং সাথে সাথে মনে সুখ ও শান্তি আসবে৷


এই টোটকাগুলি নিজে করবেন এবং এই বিষয়ে সম্পূর্ণ গোপন রাখবেন৷ টোটকা গুলি সকালে স্নান সেরে করলে বেশি ভালো ফল লাভ হয়৷ তবে মনে রাখবেন কখনই দুটির বেশি টোটকা একইদিনে করবেন না আর নিয়মের বাইরে বা নিজের মতো করে নিয়ম করবেন না তাতে ফল পাওয়া যায় না৷

১।  প্রতিদিন একমুঠো করে ছোলার ডাল সাতসকালে বাড়ির কাছাকাছি কোনও পুকুরে গিয়ে ফেলে আসুন, ব্যবসা বৃদ্ধি হবেই হবে।  যতদিন ব্যবসা করবেন, টোটকাটি চালিয়ে যাবেন। 


২।  প্রতি শনিবারে অশ্বথ গাছের একটি তাজা পাতা এনে ক্যাশবাক্সে রাখুন, পরের শনিবারে আবার একটি তাজা পাতা রেখে, পুরোনো পাতাটিকে বদলে দিন, ও একটি প্লাস্টিকের মধ্যে রেখে দোকানেই কোনও জায়গায় সরিয়ে রাখুন, এভাবে ২১ টি শনিবার করুন, ব্যবসার বাঁধা কেটে গিয়ে, ব্যবসা বাড়বেই, সন্দেহ নেই। 

৩।  প্রতিদিন জোয়ারের গঙ্গাজল ব্যবসা স্থানে ছিটিয়ে দিন। গনেশজিকে একটি লাডডু , মা লক্ষ্মী কে একটি মিষ্টি ভোগ দিন, পরদিন, ওই মিষ্টি দোকানের বাইরে পরিষ্কার জায়গায় গিয়ে কাকপক্ষীদের খেতে দিন, ব্যবসায় উন্নতি হবেই।   


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *