জোয়ানের নানা গুণ / Many qualities of Carom seeds

বাত (পেশিতে ব্যথা)

বাতের ব্যথায় পীড়িত স্থানে জোয়ানের তেল মালিশ করলে আরাম পাওয়া যায়৷

বাতের ব্যথায় জোয়ানের গুঁড়ো কাপড়ের পুঁটলিতে বেঁধে নিয়ে সেঁক দিলে আরাম পাওয়া যায়৷

জোয়ানের রস আধ কাপ জলে মিশিয়ে আধ চামচ বাটা শুকনো আদার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন৷ এতে বাতের ব্যথা সেরে যায়৷

১ গ্রাম গুঁড়ো দারচিনিতে ৩ ফোঁটা জোয়ানের তেল দিয়ে সকাল সন্ধে সেবন করুন৷ এতে ব্যথা থেকে আরাম পাওয়া যায়৷       

শিশুদের মাটি অথবা কয়লা খাবার অভ্যাস

এক চামচ জোয়ানের গুঁড়ো রাত্রে শোবার সময় নিয়মিত ভাবে ৩ সপ্তাহ পর্যন্ত খেতে হবে৷ এতে শিশুদের মাটি খাবার অভ্যাস চলে যাবে৷

পেটের ব্যথা

এক গ্রাম বিট নুন ও দুই গ্রাম জোয়ান নিয়ে গরম জলের সাথে পান করতে হবে৷

স্ত্রীরোগে (যে মহিলা সন্তানের জন্ম দিয়েছে)

১ চামচ জোয়ানের সাথে ২ চামচ গুড় মিশিয়ে দিনে ৩ বার খাওয়ালে কোমরের ব্যথা সেরে যাবে ও গর্ভাশয়ের শুদ্ধিকরণ হয়ে যাবে৷ খিদে বেড়ে যাবে ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে মাসিক সংক্রান্ত নানা সমস্যা দূর হয়ে যাবে৷

টিপ্পনি: সন্তান জন্মের পরে একটি কাপড়ের মধ্যে কিছু পরিমাণ জোয়ান রেখে পুটলি তৈরি করে তা যোনিপথে রাখলে গর্ভাশয়ে জীবাণু প্রবেশ করতে পারে না অথবা করলেও সেগুলি মারা যায়৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *