১৷ প্রায় ৪-৫ গ্রাম মেহেন্দির ফুল জলে বেটে নিয়ে কাপড়ে ছেঁকে নিন, এতে ৭ গ্রাম মধু মিশিয়ে কিছুদিন পান করলে গরম থেকে হওয়া মাথাব্যথা শীঘ্রই ভালো হয়ে যায়৷
২৷ মেহেন্দিতে দই ও আমলা চূর্ণ মিশিয়ে ২-৩ ঘন্টা চুলে লাগিয়ে রাখলে চুল লম্বা, ঘন, মোলায়েম ও কালো হয়ে থাকে৷
৩৷ ১০ গ্রাম মেহেন্দির পাতা ২০০ মিলি জলে ভিজিয়ে রাখুন, কিছুক্ষন পর এটিকে ছেঁকে নিয়ে এর জল দিয়ে গার্গেল করলে মুখের ঘা ভালো হয়ে যায়৷
৪৷ মেহেন্দির বীজ ভালো করে বেঁটে নিয়ে তাতে ঘি মিশিয়ে ৫০০ গ্রামের গোল্লা তৈরি করুন৷ এই গোলাগুলি সকাল ও সন্ধেবেলায় জলের সাথে সেবন করলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে৷
৫৷ প্রায় ৫ গ্রাম মেহেন্দির পাতা রাত্রে মাটির বাসনে ভিজিয়ে রাখুন ও সকালে এই পাতাগুলি বেটে ও ছেঁকে রোগীকে খাইয়ে দিন৷ এক সপ্তাহ সেবন করলে পুরানো জন্ডিস রোগে অত্যন্ত লাভ পাওয়া যায়৷
৬৷ মেহেন্দি ও ক্যাস্টর পাতা সমানভাবে বেঁটে নিয়ে অল্প গরম করে হাঁটুতে লাগালে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়৷
৭৷ আগুনে পুড়ে গেলে পোড়া জায়গায় মেহেন্দির পাতা বেঁটে নিয়ে ক্ষতস্থানে প্রলেপ লাগালে তৎক্ষণাৎ ফল পাওয়া যায়৷