যে পান্নায় জালের মত ক্ষুদ্র রেখা দেখা যায় সেই জাতীয় পান্না ধারণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়ে থাকে৷
যে পান্না দেখতে চকচকে হয় না, উল্টো করে দেখলেও চকচকে মনে হয় না, এই জাতীয় পান্না ধারণ করলে অর্থনাশ হয়ে থাকে৷
যে পান্নায় ছোট-ছোট ভাঙা ফিতের মত রেখা দেখা যায়, এই জাতীয় পান্না ধারণ করলে বংশবৃদ্ধি সংক্রান্ত সমস্যা হবার আশঙ্কা থাকে৷
যে পান্নায় গর্ত থাকে, এই জাতীয় পান্না ধারণ করলে অকস্মাৎ দুর্ঘটনা হবার আশঙ্কা থাকে৷
যে পান্নায় কালোছিট যুক্ত দাগ দেখা যায়, এই জাতীয় পান্না ধারণ মহিলাদের জন্য ক্ষতিকারক হয়ে থাকে৷
যে পান্নার রং ফাটা ফাটা হয়ে থাকে,এই জাতীয় পান্না ধারণ করলে ক্ষতি হবার আশঙ্কা থাকে৷