গোমূত্র থেকে লক্ষ্মী লাভ / Lakshmi’s grace is gained by spreading cow urine

বাড়িতে নিয়মিত গোমূত্র ছড়ালে সেখানে মা লক্ষ্মীর বিশেষ কৃপা পাওয়া যায়৷ এতে বাড়িতে অর্থ সমাগম হতে থাকে৷ গরুর সেবা করলে দেবদেবীরা সন্তুষ্ট থাকেন৷

গরুকে পবিত্র বলে মানা হয় ও পুজো করা হয়৷ গরুর শরীরে সমস্ত দেবদেবীর বাস হয়ে থাকে৷ এই কারণে গরুকে কখনও অনাদর করা উচিত নয়৷ যে ব্যক্তিরা গরুর সেবা করে থাকে, তারা সকল দেবদবীর কৃপা লাভ করে থাকে৷ প্রাচীন যুগে অধিকাংশ ব্যক্তি বাড়িতে গরু পালন করতেন, কিন্তু আজকাল খুব কম ব্যক্তিই গরু পালন করে থাকেন৷ যাদের কাছে গরু নেই তারা নিয়মিত কোনও গোশালায় গিয়ে সবুজ ঘাস দান করতে পারেন অথবা নিজের ইচ্ছানুযায়ী অর্থদান করতে পারেন৷ এই সেবার সাহায্য গোমাতার কৃপা লাভ প্রাপ্ত করা যায়৷

গোমূত্রের গন্ধে বাড়িতে অনেক প্রকারের ক্ষতিকারক সূক্ষ্ম কীটাণু নষ্ট হয়ে যায়৷ এতে পরিবারের সদস্যরা স্বাস্থ্যবান ও ভালো থাকেন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *