চুনী রক্তবর্ধক, বায়ুনাশক ও উদরপীড়ায় সহায়ক হয়ে থাকে৷
চুনী চোখের দৃষ্টি বাড়াতে সহায়ক হয়ে থাকে৷ এটি ধারণ করলে কফ, বায়ু ও পিত্ত সম্পর্কিত অসুবিধা থাকলে সেরে যায়৷
মাণিক্যের ভস্ম সেবন করলে আয়ু বৃদ্ধি হয়৷
চুনী ধারণ করলে বাত জনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়৷
চুনী ধারণ করার ফলে যক্ষা রোগ, শরীরে নানারকম ব্যথা, পেট ব্যথা, চোখের রোগ, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগ থেকে মুক্তি পাওয়া যায়৷
মাণিক্যের ভস্ম শরীরে উৎপন্ন হওয়া উষ্ণতা ও জ্বালাকে দূর করে দেয়৷