মঙ্গলকামনায় মঙ্গলবারের তিনটি নিয়ম / Good luck Tuesday three rules

শাস্ত্র অনুযায়ী মঙ্গলবার দিন হনুমানজির জন্ম হয়েছিল৷ এই কারণেই মঙ্গলবারে হনুমানজির পুজো বা আরাধনা পবিত্র মনে করলে ভালো ফল পাওয়া যায়৷

এখানে আমি এমন তিনটি নিয়ম বলতে চলেছি যেটি প্রয়োগ করে আপনি হনুমানজির কাছ থেকে নিজের মনোবাঞ্চিত ফলাফল পেতে পারেন৷

প্রথম নিয়ম : কোনও হনুমান মন্দিরে নিজের সাথে একটি লেবু ও চারটি লবঙ্গ নিয়ে যান৷ এরপর হনুমানজির সামনে লেবুর উপরে চারটি লবঙ্গ অর্পণ করুন৷ তারপর হনুমান চালিসা পাঠ করুন অথবা হনুমান মন্ত্রের জপ করুন৷ মন্ত্র জপের পরে হনুমানজির কাছে সফলতার জন্য কামনা করুন ও এই লেবুগুলি নিজের কাছে রেখে দিন৷ লেবুর প্রভাবে আপনার কার্যে সফলতা পাবার আশা যথেষ্ট বৃদ্ধি পাবে৷

দ্বিতীয় নিয়ম : একটি নারকেল নিয়ে হনুমান মন্দিরে যান৷ হনুমানজির মূর্তির সামনে নারকেলটিকে নিয়ে নিজের মাথার উপর চারদিকে ৭ বার ঘুরিয়ে নিন৷ এর সাথে হনুমান চালিসার পাঠ করুন৷ মাথার উপর থেকে নারিকেলটি ঘোরানোর পরে হনুমানজির সামনে ভেঙে ফেলুন৷ সেই সময় থেকে আপনার সমস্ত বাধা দূর হয়ে যাবে৷

তৃতীয় নিয়ম : আপনাকে প্রতি রাতে হনুমানজির সামনে একটি প্রদীপ জ্বালাতে হবে৷ রাত্রে হনুমান মন্দিরে গিয়ে সেখানে একটি চারমুখী প্রদীপ জ্বালান৷ এর সাথে হনুমান চালিসা পাঠ করুন৷ এভাবে প্রতিদিন করলে অনেক কঠিন সমস্যাও খুব সহজেই শেষ হয়ে যাবে৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *