কিছু দুর্লভ টোটকা / Some rear Totka

এই প্রবন্ধে আমি এমন কিছু তথ্যমূলক বা শিক্ষামূলক বিষয় উপস্থাপিত করছি, যেগুলি কিনা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে একজন মানুষের প্রয়োজন হতে পারে। প্রাচীন এবং দুর্লভ টোটকা হিসাবে ভারতীয় তন্ত্র শাস্ত্রে এর বহু ব্যবহার  দেখা যায়। মূলত এগুলিকে গ্রামীণ টোটকাও বলা যেতে পারে। এরমধ্যে বন্ধকের টোটকা,ভিক্ষার টোটকা,নতুন কেনাকাটার টোটকা,শিশুদের রক্ষার, বিয়ের সময় করণীয়,ঘর-গৃহস্থালির জন্য,চাকরি পাবার জন্য,ভ্রমণের জন্য,স্বাস্থ্য ভালো রাখার জন্য,মাঙ্গলিক কাজের জন্য বিশেষভাবে এই টোটকাগুলি এই প্রবন্ধে আলোচিত হয়েছে। ভারতীয় তন্ত্র সম্পর্কে আপনার জ্ঞান ভান্ডারকে সুদৃহ করার ক্ষেত্রে এই টোটকাগুলির অবদান অস্বীকার করা যায় না।   

বন্ধক

আপনি যদি কোনও বস্তু কোনও ব্যক্তিকে বন্ধক দিয়ে থাকেন এবং সেটি আপনি এখন ছাড়াতে পারছেন না তাহলে সকালে ঘুম ভাঙার পর দক্ষিণ দিকে মুখ করে ৩১ বার সেই বস্তু বা ব্যক্তির নাম নিন৷ ফেরৎ পাবার যোগ শীঘ্রই দেখা দেবে৷

ভিক্ষা

ভিখারিরা প্রায়ই ভিক্ষা চাইতে আসে৷ তবে সবাইকে ভিক্ষা দেবেন না৷ শুধুমাত্র বিকলাঙ্গ ব্যক্তিদের ভিক্ষা দিন ও কিন্তু ভিক্ষা দেবার সময় দরজার চৌকাঠ পার হবেন না৷ ভিখারিকে কখনো ঘরের ভিতর আসতে দেবেন না৷ এরকম করলে আপনি দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবেন৷ শুধুমাত্র রবিবার দিন ভিক্ষা দিন৷ যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি শনির প্রকোপ থাকবে না ততক্ষন শনির দান সর্বদা বিদ্যমান থাকবে৷

নতুন কেনাকাটা

যখনই ঘর-গৃহস্ত্রীর কোনও বস্তু অর্থাৎ কাপড়, বাসন অথবা প্রয়োজনীয় বস্তু কিনে আনবেন তাতে কাঁচা হলুদের স্পর্শ করিয়ে নিন৷ এতে বস্তু অনেকদিন পর্যন্ত চলতে থাকে ও কোনও প্রকার ক্ষতি হয় না৷ এই ক্রিয়াটি করলে সর্বদা শুভ ফল পাওয়া যায়৷

শিশুদের রক্ষার জন্য

পরিবারে শিশুদের খেলার সময় অথবা অন্য কোনও  কারণে যাতে কোনও দুর্ঘটনা না হয় তার জন্য গলায় রুপোর সূর্য-চাঁদ বানিয়ে কালো সুতোর সাহায্যে বেঁধে দিন৷ এই ক্রিয়াটি সোমবার দিন করুন৷

বিয়ের সময়

বিবাহিতা কন্যা যখন নিজের মা-বাবার বাড়ি থেকে স্বামীগৃহে যায় তখন এক ঘটি জল নিয়ে তাতে হলুদ দিয়ে তার মাথায় সাতবার দিয়ে বাইরে জলটি ফেলে দিন৷ সে শশুরবাড়ি গিয়ে আনন্দে থাকবে৷ রাস্তায় কোনও কষ্ট হবে না ও শশুরবাড়িতে সবার আদর ও সম্মান পাবে৷ উক্ত ঘটিতে অল্প পরিমাণে কাঁচা হলুদও দিয়ে দিন৷

ঘর গৃহস্থালির

প্রায়শই গৃহস্থের মালপত্র ভেঙে যায়৷ জিনিস চুরিও হয়ে যায়৷ যদি রান্নাঘরে কোনও বৃদ্ধি না হয় তাহলে বাড়ির স্ত্রীরা রান্না করার পর শেষ অগ্ণিকে না নিভিয়ে ছেড়ে দিন৷ যখন পুরো আগুন নিভে ছাই হয়ে যাবে তখন এই ছাইয়ের সাথে গোবর মিশিয়ে রান্নাঘরে লেপে দিন৷ রান্নাঘরের মেঝে এই ছাইয়ের সাথে জল মিশিয়ে ধুয়ে ফেলুন৷ এই ক্রিয়াটি কয়েকবার করুন৷ ঘর-গৃহস্থালির ছোট ছোট জিনিসপত্র, গ্লাস ,বাটি, চামচ ইত্যাদি কোনও দিন হারাবে না৷   

চাকরি পাবার জন্য

পরিবারের কোনও সদস্য পরীক্ষা দিতে, সাক্ষাৎ করতে, অথবা চাকরিতে প্রথম দিন নিজের পদে যোগদান করার জন্য অথবা নতুন কার্য করার জন্য বাড়ি থেকে বেরোবার সময় গোটা মুগের দানা ছড়িয়ে দিন৷ এই ছড়ানো দানা পরিবারের কেউ তুলবেন না৷ সে বেরোবার কিছুক্ষণ পর দানাগুলিকে ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিন৷

ভ্রমণ করলে

পরিবারের কোনও সদস্য যখন বাইরে ভ্রমণে যাচ্ছেন তখন তাকে দই অবশ্যই খাইয়ে দিন৷ সে নিজের যাত্রা শেষ করে সশরীরে নিজের বাড়িতে ফিরে আসবে৷ তার যাত্রাপথে কোনও প্রকারের অসুবিধা হবে না৷ সে নিজের যাত্রা শেষ করে শীঘ্রই সশরীরে ফিরে আসতে পারবে৷

স্বাস্থ্য ভালো রাখার জন্য

পরিবারে সবার স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন সকালে হলুদ চন্দন দিয়ে পরিবারের সকল সদস্যের মাথায় টিকা লাগিয়ে দিন৷ কোনও সদস্য এটিকে পুছবেন না৷ আরও ভালো হয় যদি আপনি সামুহিক প্রার্থনা ও ভজনের পরে এই ক্রিয়াটি করেন৷ এটি একটি সাত্ত্বিক ক্রিয়া৷

মাঙ্গলিক কার্যের জন্য

সব পরিবারেই কিছু না কিছু মাঙ্গলিক ক্রিয়া ঘটে থাকে৷ পরিবারে মাঙ্গলিক কার্য, পূজা-পাঠ, বিবাহ, জন্মদিনের পার্টি ইত্যাদি সুষ্ঠভাবে হয়ে যাবার জন্য অনুষ্ঠানের দিন গনেশজির প্রতিমূর্তির সামনে ধূপ, দীপ অবশ্যই জ্বালান৷ গনেশজির শুঁড়টিকে পুজো অবশ্যই করুন৷ মাঙ্গলিক কার্য শীঘ্রই এবং খুব ভালোভাবে সম্পন্ন হবে৷ এর সাথে ‘গজানন -গজানন’ ক্রমাগত বলতে থাকুন৷

Interesting Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *