হাতের নখ অনুযায়ী ব্যক্তির ব্যক্তিত্ব / Personality according to fingernails

সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী কিছু দেশে নখের উপরে বিশেষ গণনা করা হয়েছে৷ অনুসন্ধানের দ্বারা দেখা গেছে মানসিক স্থিতি অনুযায়ী নখেরও পরিবর্তন হয়৷

মনে করা হয় যে, সৌরমণ্ডল থেকে তরঙ্গ শক্তি এই নখের সাহায্য আমাদের শরীরে প্রবেশ করে৷

নখের আকার অনুযায়ী মানুষের চরিত্র

বড় নখ : এই ব্যক্তিরা উদার, প্রগতিশীল ও হাসিখুশি হয়ে থাকে৷ বিচার পরামর্শে উচ্চ ব্যক্তিত্বের হয়৷

শক্ত নখ : এই ব্যক্তিরা নিজের সিদ্ধান্তে অটল থাকেন৷ যদিও সেটা সঠিক হোক বা ভুল৷

পাতলা ও বড় নখ : এই ব্যক্তিরা দৃঢ় মানসিক সম্পন্ন হয়ে থাকেন৷ এই ব্যক্তিরা বিচারের দিক থেকে কমজোর হয়ে থাকেন৷ যাদের নখ প্রায় চৌকো আকৃতির, তারা সাধারণত দুর্বল স্বভাবের মানুষ হন ও এই ব্যক্তিরা শীঘ্রই নিরাশ হয়ে যান৷

বেশি চওড়া নখ : যাদের নখ লম্বার তুলনায় বেশি চওড়া হয় তারা তাদের সিদ্ধান্তে অটল থাকেন৷ এদের রাগ সহজে আসে না৷ সবার সঙ্গে সহজেই মিশে যেতে পারে৷ ব্যক্তিগত বিষয়ে এরা কারোর হস্তক্ষেপ পছন্দ করেন না৷

সাদা নখ: এরকম ব্যক্তিরা স্পষ্টভাষী হয়ে থাকেন৷ দৃঢ় বিশ্বাসী, ঐশ্বর্য প্রেমী ও পরিশ্রমের উপর বিশ্বাসী হন৷

ছোট নখ: এই ব্যক্তিরা খোলা মনের হন না৷ নিজের বিষয়ে বেশি ভাবনা-চিন্তা করে থাকেন৷ এদের স্বভাব রুক্ষ প্রকৃতির হয়ে থাকে৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *