গমের ভূষি, কমলালেবুর জুস ও গোলাপজল থেকে লাভ
ত্বকে জৌলুস বাড়াবার জন্য অল্প গমের ভূষিতে এক চামচ কমলালেবুর জুস, এক চামচ মধু ও গোলাপ জল মেশান৷ এবার এই পেস্টটিকে মুখ ও ঘাড়ে লাগাতে থাকুন৷ শুকিয়ে যাবার পর হালকা গরম জলে মুখটি ধুয়ে নিন৷
গোলাপজল, লেবু ও দুধের সর থেকে লাভ
যদি আপনার ঠোঁট ফেটে যায়, তাহলে রাত্রে শোবার আগে এক ফোঁটা গোলাপজল ও এক ফোঁটা লেবুর রসে দুধের সর মিশিয়ে লাগিয়ে দিন, এতে আরাম পাওয়া যায়৷
আবশ্যক ভিটামিন
সাধারণত মহিলারা এটা ভাবেন যে, তার ক্রিম ও লোশনে ভিটামিন C অথবা E বিদ্যমান রয়েছে তাহলে তার খাদ্যের দরকার নেই৷ কিন্তু এই ধারণাটি ভুল, যদি এই ভিটামিন সমৃদ্ধ ফল ও সব্জি খান তাহলে ত্বকের জন্য এটি লাভবান হবে৷ এই ভিটামিন সেবন করলে আপনার মুখে সূর্যের কিরণ প্রভাব ফেলতে পারবে না৷ এছাড়া এই খাদ্য ব্রণের হাত থেকেও রক্ষা করে৷
মুখের পরিছন্নতা
গরমের সময় মুখ ঠাণ্ডা জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে ফেলতে হবে৷ এটা আপনাকে ত্বকের ময়লা ও মৃত ত্বককে বাইরে নিয়ে আসবে৷ যখনই বাইরে থেকে আসবেন তখন ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নেবেন৷