সৌন্দর্য্য ধরে রাখতে ঘরোয়া পদ্ধতি / Home Remedies for Beauty

দুধ ও গাজরের রস

গাজরে বিটা কেরোটিন পাওয়া যায়, এতে ত্বকের কঠোরতা বজায় থাকে৷ এই প্যাকটিকে বানাবার জন্য গাজরটি চটকে তাতে দুধ মিশিয়ে দিন৷ এটি নিজের মুখে কয়েক মিনিট লাগিয়ে রেখে ম্যাসাজ করুন ও তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন৷ এর সাথে দই মিশিয়েও ম্যাসাজ করতে পারেন৷ যদি এই প্যাক লাগানোর পরে আপনার মুখ তৈলাক্ত হয়ে যায় তাহলে আপনি হাল্কা ফেস ওয়াশ করে মুখ ধুতে পারবেন৷ এটি ক্রমাগত ব্যবহার করলে ত্বকের জৌলুস বাড়তে থাকবে৷            

হলুদ বাড়াবে সৌন্দর্য

ত্বকের সৌন্দর্য বাড়াতে হলুদের ব্যবহার সবচাইতে উপকারী৷ পেস্ট বানানোর জন্য হলুদ ও বেসন অথবা আটা ব্যবহার করুন৷ মনে রাখবেন গোটা হলুদ ব্যবহার করতে হবে৷ একটি মিক্সচার মেশিনে গোটা হলুদ ও অল্প তাজা সর মিশিয়ে মিক্সচারে পেস্ট করুন৷ যখন পেস্ট তৈরি হয়ে যাবে তখন তাতে দুধ ও আটা মেশান ও ঘন করুন৷ এই পেস্টটি নিজের মুখে ১০ মিনিট লাগিয়ে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন৷

সৌন্দর্য বাড়াতে চন্দনের ব্যবহার

ফর্সা হবার জন্য চন্দনের প্রয়োগ সবচাইতে উত্তম প্রয়োগ৷ চন্দন ত্বকে কোনও ধরনের পার্শ প্রতিক্রিয়া সৃষ্টি করে না৷ ত্বকের জৌলুস বাড়াবার সাথে সাথে এটি এলার্জি ও ব্রণ দূর করে থাকে৷ পেস্ট তৈরি করবার জন্য চন্দন পাউডারে এক চামচ লেবু ও টম্যাটোর রস মিশিয়ে এই পেস্টটিকে নিজের মুখ ও ঘাড়ে ভালো করে লাগান৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *