সুখী জীবন কাটাতে শুক্রবারের টোটকা / Friday totka to live a happy life

লক্ষ্মীনারায়ণ মন্দিরে সুগন্ধী দান করুন৷

শুক্রবার দিন কোনও একটি স্টিলের তালা কিনে আনুন৷ কিন্তু তালা কেনার সময় তালাটি আপনি নিজে খুলবেন না বা দোকানদারকে দিয়ে খোলাবেন না৷ এই তালাটিকে আপনি শুক্রবার রাত্রে নিজের শোবার ঘরে রেখে দিন৷ শনিবার সকালে উঠে স্নান-ক্রিয়া ইত্যাদি সেরে তালাটিকে বন্ধ অবস্থায় কোনও মন্দিরে রেখে আসুন৷                                 

পাঁচটি  শুক্রবার ভগবান শ্রী গণেশ ও মা মহালক্ষ্মীর পুজো করুন৷ পুজোতে একটি নারকেলও রাখুন৷ পুজোর পরে এই নারকেলটি সিন্দুকে রেখে দিন৷ রাত্রে শোবার সময়ে এই নারকেলটি বের করে কোনও গণেশ মন্দিরে অর্পণ করে দিন৷ সঙ্গে শ্রী গণেশের কাছে দারিদ্র দূর করবার জন্য প্রার্থনা করুন৷

শুক্রবার দিন সকালে মা লক্ষ্মীর মন্দিরে একটি জটাযুক্ত নারকেল, গোলাপ, পদ্মফুলের মালা, সোয়া মিটার সাদা অথবা গোলাপি কাপড়, এক কিলো ২৫০ গ্রাম জুঁইয়ের তেল, দই, সাদা মিষ্টান্ন ও এক জোড়া পৈতা মাকে অর্পণ করুন৷ এরপর মা লক্ষ্মীকে কর্পূর ও দেশি ঘি দিয়ে আরতি করে শ্রী কনকধারা স্ত্রোত্র পাঠ করুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *