সাধনার বিভিন্ন নিয়ম / Different rules of pursuit

সাধনার বিভিন্ন আসন

আগে বর্ণনা করা হয়েছে যে, সাধনা খালি মেঝেতে বসে করা উচিত নয়। এভাবে সাধনা করলে সেটি ফলপ্রসূ হয় না বা ফল পেতে বিলম্ব হতে পারে। একান্তই আসনের ব্যবস্থা না হলে যে কোনও একটি অথবা দুইটি ফুল মেঝেতে রেখে তাতে বসে সাধনা শুরু করুন। আসন যাই হোক না কেন, মেঝেতে পাতবার আগে গোবর লেপন করুন অথবা জল দিয়ে ধুয়ে ফুল রাখুন। তারপর যে আসনটি আপনি ব্যবহার করবেন সেটিকে মেঝেতে পেতে তারপর নিজের সুরক্ষার জন্য (অশুভ উপদ্রব থেকে) আসনটিকে “কীলক মন্ত্র” সাহায্যে অথবা নিম্নে বর্ণিত সহজ মন্ত্রের সাহায্যে পেরেক দিয়ে গেঁথে নিজের সুরক্ষার ব্যাবস্থা করে নিন। মন্ত্রটি নিম্নরূপ:—-
“ডান বাঁধুন বাম বাঁধুন। উপরে বাঁধুন, নিচে বাঁধুন (অর্থাৎ-উত্তর-দক্ষিণ,পূর্ব-পশ্চিম। পৃথিবী ও আকাশকে বাঁধুন ) নিজেকে বাঁধুন। চোখ,কান নাক বাঁধুন। হাত বাঁধুন,পা বাঁধুন। শত্রূর সম্পূর্ণ শরীর বাঁধুন।”
এইভাবে মন্ত্রটি বলতে থাকুন ও ছুরি দিয়ে আসনের চারদিকে দাগ কাটতে থাকুন। যতক্ষণ সাধনা শেষ না হবে, সেই বৃত্তটি ছেড়ে বাইরে যাবেন না। ছুরি দিয়ে কাটা এই দাগটি লক্ষণ রেখার মত সাধককে রক্ষা করবে। কোনও বাধা আসবে না,ক্ষতিও হবে না।

বশীকরণ কর্ম

বশীকরণ নামক কাজে ব্যাঙের চামড়ার আসন,আকর্ষণের ক্ষেত্রে মৃগাসন,উচ্চাটনের জন্য উটের চামড়া নির্মিত আসন,মারণ ক্রিয়ায় উলের কম্বল ও অন্য কাজের ক্ষেত্রে কুশের আসন সর্বশ্রেষ্ট হয়ে থাকে। আসনের মতই প্রত্যেক কাজে বিভিন্ন প্রকারের মালার ব্যবহার ও মালার পুঁতির সংখ্যার ক্ষেত্রেও তারতম্য হয়ে থাকে।

মালা প্রয়োগ

তুলসী,রুদ্রাক্ষ,কাঁচের মণি,হাতির দাঁত,প্রবাল,শঙ্খ,শামুক,চন্দন,হলুদ,মুক্তো,পদ্ম ফুলের মালা,গাধা ও ভেড়ার দাঁত ব্যবহার করা যেতে পারে। বশীকরণে প্রবাল,হীরা ব্যবহার করা হয়। আকর্ষনের ক্ষেত্রে হাতীর দাঁত ব্যবহার করা হয়। ধৰ্ম-কর্ম ও পৌষ্টিক কাজে শঙ্খ,পদ্ম ফুলের মালা ও সকল মনোস্কামনা পূরণের জন্য রুদ্রাক্ষের মালা,সরস্বতী সাধনার জন্য প্রবালের মালা,মুক্তোর মালা ব্যবহার করতে হবে। সর্ব-সুলভ ও সস্তার রুদ্রাক্ষের মালা যে কোনও কাজে ব্যবহার করা যেতে পারে।

মালায় পুঁতির সঠিক গণনা

প্রত্যেক কাজ অনুযায়ী মালায় পুঁতির সংখ্যা নিশ্চিত মাত্রায় নির্ধারণ করা হয়েছে। কিন্তু ১০৮ টি দানার মালা সর্বশ্রেষ্ট গণ্য করা হয়েছে। পরিত্রানের জন্য ২৫টি পুঁতিযুক্ত মালা,মনোস্কামনা পূরণের জন্য ২৭টি পুঁতিযুক্ত মালা,অর্থ প্রাপ্তির জন্য ৩০টি পুঁতিযুক্ত মালা,প্রেমিকা প্রাপ্তির জন্য ৫৪টি পুঁতিযুক্ত মালা ও সকল কাজ পূরণের জন্য ১০৮ টি পুঁতিযুক্ত মালা ব্যবহার করতে হবে।

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *