সাংঘাতিক জ্বরের জন্য ছাগলের লোম যেটা অশ্বিণী নক্ষত্রতে নিয়ে সেই লোমের সাথে পুস্প মিলিয়ে গোল্লা তৈরি করুন৷ এটিকে রোগীর হাতে বেঁধে দিলে জ্বর সেরে যায়৷
ম্যালেরিয়া জ্বর সারানোর জন্য রবিবার অথবা সোমবার দিন রোগী কোনও তাল গাছের সাথে নিজের মাথাটি স্পর্শ করে মনে মনে বলতে হবে—‘যখন জ্বর ভালো হয়ে যাবে তখন মাছ অর্পণ করবো’ এভাবে মনে মনে তিনবার বলতে হবে৷ যখন জ্বর ভালো হয়ে যাবে তখন দুটি ছোট মাছ ছোট কাঠ দিয়ে বেঁধে রবিবার অথবা সোমবার দিনেই তাল গাছটির গোড়ায় রেখে আসতে হবে,ও গাছের কাছে দাঁড়িয়ে বলতে হবে—‘আমার জ্বর সেরে গেছে৷’
রবিবার দিন মাটির ঘড়ায় জল ভরে রাখতে হবে৷ সেই ঘড়ায় সোনার একটি আংটি ফেলে দিন৷ এক ঘন্টা পর রোগীকে রাস্তায় অথবা বাড়ির সামনে সেই জল দিয়েই স্নান করিয়ে দিন৷ স্নান করার পর আংটিটি বের করে নিন৷ এই ক্রিয়াটি রবিবার সন্ধ্যেবেলায় করুন৷ এতে জ্বর তাড়াতাড়ি সেরে যাবে৷
মঙ্গলবার অথবা রবিবার দিন সাত কোয়া রসুন পিষে কালো কাপড়ে বেঁধে ডান পায়ের আঙুলে বেঁধে দিন৷ তিন ঘন্টা পর ঠিক সময়ে রাস্তায় খুলে ফেলে দিন৷ এতে কাঁপুনি জ্বর ভালো হয়ে যায়৷
বাবলা গাছের শিকড় সাদা সুতোয় পেঁচিয়ে শনিবার দিন হাতে ধারণ করলে কাঁপুনি জ্বর সেরে যাবে৷ জ্বর সেরে গেলে কোনও নির্জন জায়গায় সবার অলক্ষ্যে শিকড়টিকে ফেলে আসতে হবে৷
পেঁচার ডানদিকের ডানার পাখনা নিয়ে সাদা সুতোয় যন্ত্রাকারে গোল করে বাঁধলে ও রোগীর বাম কানে ধারণ করলে জ্বর ভালো হয়ে যায়৷