সহজ জাদুকরী স্বামী অথবা স্ত্রী বশীকরণ যন্ত্রম / Simple Magical Vashikaran Yantram

এই প্রবন্ধে, আমি একটি সহজ জাদুকরী স্বামী অথবা স্ত্রী বশীকরণ যন্ত্রম / Simple Magical Vashikaran Yantram সম্পর্কে লিখছি, যে যন্ত্রমটি স্বামী অথবা স্ত্রী কে বশীকরণ করতে খুবই কার্যকরী একটি যন্ত্রম। এই যন্ত্রমটি স্বামী বা স্ত্রী যে কেউই অবস্থা বিশেষে ব্যবহার করতে পারেন। যন্ত্রমটি তৈরি করা যেমন সরল, তেমনি ব্যবহার করাও যথেষ্ট সহজ। অনেক যন্ত্রম
নয় তৈরি করা, নয় ব্যবহারের ক্ষেত্রে নানা বিধিনিষেধের আওতায় পড়ে ব্যবহার করে ওঠায় বাধা পড়ে যায়। এই যন্ত্রমটি সেক্ষেত্রে অনেক সহজ বা সরল যন্ত্রম হিসাবে বিবেচিত হতে পারে।


যখন স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্কের তিক্ততা চরমে ওঠে, তখন এই যন্ত্রমটি প্রয়োগের মাধ্যমে সে তিক্ততা নষ্ট করে দেওয়া জাদুর মতোই সরলসোজা। সম্পর্কের তিক্ততা নানাকারনেই স্বামী ও স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে থাকে। এই ক্ষেত্রে ভুলবোঝাবুঝি, সন্দেহবাতিকতা, দৈহিক ও মানসিক অক্ষমতা, অত্যধিক চাহিদা, মতানৈক্য, মানিয়ে চলার অক্ষমতা ইত্যাদি বিষয় কে দায়ী করা যেতেই পারে। সেক্ষেত্রে এই  জাদুকরী স্বামী অথবা স্ত্রী বশীকরণ যন্ত্রমটি স্বামী ও স্ত্রীর মধ্যে তিক্ততার বিষময় দূরত্ব ঘুচিয়ে, তাঁদের শান্তিপূর্ণ মিলনসেতু অবশ্যই রচনা করবে বলে দাবি করা যায়।

যদিও আমি এই জাদুকরী যন্ত্রমটি সম্পর্কে কোনোভাবেই ওকালতি করছিনা, শুধুমাত্র শিক্ষা ও তথ্যের ভিত্তিতেই তা পরিবেশন করছি, এবং কোনোরকম ফলাফলের জন্য আমাকে বা আমার ব্লগটিকে দায়ী করা চলবেনা। একথাগুলি মাথায় রেখেই ইচ্ছুক পাঠকগণ এটি তৈরী বা ব্যবহার করবেন।

এখন আসছি যন্ত্রমটি তৈরী করার প্রসঙ্গে, যিনি এই যন্ত্রমটি তৈরী করবেন, তিনি স্বামী বা স্ত্রী যেই হন না কেন, তিনি শুক্লপক্ষের প্রথম শুক্রবার বা রবিবারে সকাল ৬ -৮ টার মধ্যে যন্ত্রমটি পরিষ্কার একটি ভুজ্যপত্রের টুকরোতে গোরোচনের কালি ও ডালিম ডালের কলম ব্যবহার করে এঁকে ও শুকিয়ে নিয়ে, পঞ্চোপচারে যন্ত্রমটিকে পূজা ও প্রাণপ্রতিষ্ঠা করে নিয়ে, রূপা বা তামার মাদুলিতে ভরে, মোম দিয়ে মাদুলীর মুখ আটকে, লাল সুতা বা ধাতুর চেনে গলায় পরবেন। স্বামী তৈরী করলে স্ত্রীর নাম ও স্ত্রী তৈরী করলে স্বামীর নামটি যন্ত্রমের নিচে লিখবেন। বাহুতে ধারণ করতে চাইলে, পুরুষেরা ডানবাহুতে ও মহিলাগণ তাঁদের বামবাহুতে ধারণ করবেন। প্রবন্ধটিকে শেয়ার করবেন, ব্লগটিতে সাবস্ক্রাইব করবেন ও আপনার মূল্যবান মতামত জানাবেন।

You may also like
और पढ़िए 
আরো পড়ুন

পড়াশোনায় অমনোযোগ, স্মরণশক্তিবৃদ্ধি  ও বিদ্যায় সফলতা পেতে অদ্বিতীয় সরস্বতী যন্ত্রম ও সরস্বতী মন্ত্র
বিদ্যা এবং ব্যবসায়ে উন্নতির জন্য অনবদ্য ও শক্তিশালী যন্ত্রম
জ্ঞান, বুদ্ধি,উন্নতি লাভ ও রোগ কষ্ট দূর করার অনবদ্য যন্ত্রম
বিবাহের বাধা দূর করতে একটি অতি ক্ষমতাসম্পন্ন যন্ত্রম
চাকরি লাভের অতি শক্তিশালী যন্ত্রম / Very Powerful Yantram For Getting a Job
ধনবৃদ্ধির একটি অনন্য মুসলিম যন্ত্রম / The Muslim Yantram for Growth of Wealth
পুত্র বা কন্যার বিবাহ বাধা কাটাতে অসাধারণ মুসলিম যন্ত্রম/ Muslim Marriage Yantram 
অনবদ্য মুসলিম প্রেমিক-প্রেমিকা আকর্ষণের যন্ত্রম / Superb Muslim Lover Attraction Yantram
“सर्ब क्लेशनाशक यंत्रम ” सभी बाधाओं, को नष्ट करने में सक्षम है
স্বামী বশীকরণের অতি শক্তিশালী যন্ত্রম
আর্থিক অভাব ও ঋণমুক্তির অতীব শক্তিশালী যন্ত্রম / Strong Yantram for Financial Poorness and Discharge from Debt
সব বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার অত্যাশ্চর্য যন্ত্রম / Unique Yantram to get rid from every Danger and Disturbances 
প্রমাণিত প্রেম পাকাপোক্ত করার যন্ত্রম/ Proven Confirmation Yantram of Love
চোখের রোগসমূহ সম্পূর্ণ নির্মূল করতে শক্তিশালী যন্ত্রম / Powerful Yantram to get rid from Eye Disease
শত্রুদমন ও টেনশন  দূর করতে শক্তিশালী যন্ত্রম /  The Powerful Yantram for Remove Tension and Suppression of Enemy 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *