সরল ভাবে আটকাবার তন্ত্র টোটকা / Preventive Tantrik Totka

তান্ত্রিক ক্রিয়াতে কোনও দ্রব্য,ব্যক্তি বা অভিষ্ঠ পশু-পাখীকে নিজের ইচ্ছানুযায়ী বশ করতে এর প্রয়োগ করা হয়। এই প্রয়োগটি রক্ষাত্মক,লোকহিতকর ও এই রকম আপৎকালীন পরিস্থিতিতে করা হয়।

নিম্নলিখিত মন্ত্রটি সাধক প্রথমে প্রতিদিন একটি মালা জপ করে ২১ দিন পর্যন্ত সিদ্ধ করুন,তারপর অভিষ্ঠ কার্যে প্রয়োগ করলে কাজটি আটকে যাবে।

মন্ত্র

ওঁ নমো বিশ্বরুপায় ……..(নাম)…….এন বিজয়ং কুরু কুরু স্বাহা।’

মন্ত্র জপের সময় নামের স্থানে অভিষ্ঠ ব্যক্তির নামের উচ্চারণ করতে হবে।

  • সাদা কুঁচ ফলের শিকড় মুখে নিয়ে তর্ক-বিতর্ক অথবা বাদ-বিবাদের সময় কথা বললে প্রতিপক্ষের বাকশক্তি স্থির হয়ে যায়।
  • আমরান্থ মূলের শিকড় রুপার তাবিজে ধারণ করলে প্রতিপক্ষের মুখ বন্ধ হয়ে যায়। সে নিজের বাকশক্তি প্রয়োগ করতে পারে না।
  • চিতার জ্বলন্ত কাঠ নিয়ে সেটিকে দুটি ইঁটের মাঝখানে চাপ দিয়ে অতিবৃষ্টির জায়গায় পুঁতে দিলে মেঘ গর্জন বন্ধ হয়ে যায়,অর্থাৎ সেখানে বর্ষা আটকে যায়।
  • মঙ্গলবারে লাল উঙ্গার মূল নিয়ে সহবাস করার সময় কোমরে বাঁধলে শুক্র আটকে যায়।
  • শ্মশানে গিয়ে চিতা থেকে জ্বলন্ত কাঠ নিয়ে তাতে শত্রূর নাম নিয়ে নুন দিয়ে হবন করলে শত্রূ বিরক্ত করতে পারে না।
  • লজ্জাবতীর শিকড় রবি পূজ্য যোগে ধারণ করলে পুরুষদের বীর্য আটকে যায়।
  • উটের লোম কোনও পশুর উপরে দিয়ে দিলে অথবা গলায় ধারণ করলে সে যত্র -তত্র পালাতে পারে না। এক জায়গাতেই স্থির হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *