সন্তান প্রাপ্তি / For Pregnancy

সন্তান প্রাপ্তির জন্য

শুক্রবার দিন ছোলার আটার দুটি রুটি বানিয়ে তার উপর শুকনো সব্জি রেখে কোনও দরিদ্রকে খাওয়ান৷ এই ক্রিয়াটি সাতবার করলে সুস্থ সন্তান জন্মগ্রহণ করবে৷ সোমবার দিন গর্ভবতী স্ত্রী দেশি কর্পূরের একটি টুকরো নিন৷

এর অর্ধেক অংশটি ভেঙে জ্বালিয়ে দিন ও অর্ধেক অংশটি শিবের মন্দিরে রেখে দিলেও সুস্থ সন্তান হয়৷ গোশালায় গরু দান করলেও সন্তানের জন্ম হয়৷ কুমারী মেয়ের চরণ ছুঁলেও সুস্থ সন্তানের জন্ম হয়৷ শুক্রবারে আটাতে ছানা মিশিয়ে গরুকে খাওয়ান৷ এতেও সুস্থ সন্তানের জন্ম হয়৷

শিশুদের রক্ষার জন্য

শিশুদের দুধ খাওয়ানোর আগে দুধ বাড়িতে তৈরি করে মন্দিরে ঢেকে রেখে দিন৷ তারপর শিশুটিকে দুধ পান করালে সহজেই তার হজম হয়ে যায়৷

একটি দেশি কর্পূরের টুকরো নিন৷ সেটিকে শিশুটিকে দিয়ে চাটিয়ে নিন৷ বাকি অংশটি হনুমানজির মন্দিরে রেখে আসুন৷

শিশু দুধ না খেলে

অল্প পরিমাণে দুধ নিন৷ এটি শিশুটির মাথায় ২১ বার ঘুরিয়ে কালো কুকুরকে খাইয়ে দিলে শিশুটি দুধ খাওয়া শুরু করে দেবে৷

কিছু অন্য টোটকা

  • আশ্লেষা নক্ষত্রে ধুতরা ফুল গাছের শিকড় বাড়িতে রাখলে সাপের ভয় থাকে না৷ 
  • পূর্বফাল্গুনী নক্ষত্রে বহেরা পাতা নিয়ে বাড়িতে রাখলে ব্যাভিচার প্রয়োগের প্রভাব থাকে না৷
  • উত্তরফাল্গুনী নক্ষত্রে লেবু গাছের শিকড় নিয়ে গরুর দুধের সাথে পান করলে পুত্র সন্তান প্রাপ্তি হয়৷
  • হস্ত নক্ষত্রে চম্পা গাছের শিকড় নিয়ে শিশুদের গলায় ধারণ করালে নজর লাগে না৷
  • অনুরাধা নক্ষত্রে যুঁইফুল গাছের শিকড় গলায় ধারণ করলে শত্রু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন৷
  • শ্রাবণ নক্ষত্রে ক্যাস্টর মূল নিয়ে স্ত্রীকে পরিয়ে দিলে সে গর্ভধারণ করে৷
  • কৃত্তিকা নক্ষত্রে  পেঁয়াজ কলি নিয়ে গরুর দুধের সাথে মিশিয়ে খেলে সমস্ত রোগ সেরে যায়৷
  • পূর্বভাদ্রপদ নক্ষত্রে তুলসি গাছের শিকড় নিয়ে মাথায় রাখলে আগুনের ভয় থাকে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *