সন্তান প্রাপ্তির জন্য টোটকা

১৷ যে বিবাহিত দম্পতিদের কোনও সন্তান হচ্ছে না তারা শুক্লপক্ষের বৃহস্পতিবারে একটি পিতলের নাড়ু গোপালের মূর্তি নিয়ে প্রতিদিন সেই মূর্তিটি সেইভাবেই লালন পালন করুন, যেভাবে মা-বাবা নিজের সন্তানদের লালন পালন করে থাকেন৷ বাল্য অবস্থায় প্রতিদিন সেই মূর্তিটি থালার মাঝখানে রেখে স্নান, বস্ত্র পরিধান করিয়ে ও ভোগ নিবেদন করে ভোজন করুন৷ শীঘ্রই আপনি লাভবান হবেন৷

২৷ যে মহিলাদের কোনও সন্তান হচ্ছে না, তারা প্রতিদিন গোপাল সহস্রনাম পাঠ করুন৷

৩৷ সন্তানহীনা মহিলারা নিজের বাড়ির অথবা পাড়ার বাচ্চাদের, যাদের বয়স দুই থেকে তিন বছরের মধ্যে হবে তাদের সাথে আপনি নিজে ভোজন করুন বা পারলে তাদের এঁটো খাবার খান৷

৪৷ গণেশের ছোট মূর্তি নিয়ে মন্দিরে স্থাপন করুন ও প্রতিদিন একটি লাড্ডু অর্পণ করে সেই প্রসাদের দানা পাখিদের খাওয়ান৷

৫৷ সোমবার দিন শিব ও পার্বতীর এমন একটি ছবি আনুন যেখানে মাঝখানে গণেশ বাল্য অবস্থায় থাকবে৷ এই ছবিটি বাড়ির উত্তর দিকে দেওয়ালে লাগান৷ প্রতিদিন ধূপ, দীপ জ্বেলে তার সামনে শিব পাঞ্চ স্বর স্তোত্র ও গণেশ দ্বাদশ নাম স্তোত্র নারদাকৃত জপ করুন৷ শীঘ্রই মনোস্কামনা পূরণ হবে৷

৬৷ প্রত্যেক রবিবার দই অথবা মাখনের ভোগ অর্পণ করুন৷ ধূপ, দীপ জ্বেলে নিজে সেবন করুন৷ এভাবে রোজ গ্রহণ করলে সন্তান বাধা দূর হয়ে যাবে৷ ৭৷ যে মহিলাদের সন্তান গর্ভে নষ্ট হয়ে যায়, তারা মঙ্গলবারে ২১টি পানের পাতা নিয়ে এতে সিঁদুর দিয়ে রাম লিখুন ও হনুমান মন্দিরে নিয়ে এসে লাল কাপড় দিয়ে বেঁধে ফেলুন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দিন অথবা অশ্বত্থ গাছে অর্পণ করুন৷ আপনার মনোস্কামনা অবশ্যই পূরণ হবে৷

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *