সন্তান ধারণে বিলম্ব হয় কেন?

মা হওয়া প্রত্যেক মহিলার স্বপ্ণ থাকে৷ কিন্তু অনেক চেষ্টা ও সম্পূর্ণ জ্ঞানের অভাবে তার এই স্বপ্ণ দেরিতে অথবা কখনও পূর্ণ হয় না৷ কখনও গর্ভধারণ করলেও কয়েক মাস পর গর্ভপাত হয়ে যায়৷ সন্তান জন্ম হয় না তার দশটি কারণ শাস্ত্রতে বর্ণনা করা হয়েছে, এর মধ্যে প্রথম নয়টি কারণ না হলেও দশম কারণটি জ্যোতিষ সম্পর্কিত বলে ধরা হয়৷ পঞ্চম ঘর যদি রাহু, বৃহস্পতি, শনি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় ও এতে কোনও শুভ গ্রহের দৃষ্টি না থাকলে সন্তান ধারণে দেরি হয় অথবা গর্ভপাত হয়ে যায়৷

এই গ্রহগুলির চিকিৎসার সাহায্যে সহযেই সন্তান ধারণ করা যায়৷ পঞ্চম ঘরে যদি গুরু অবস্থিত থাকে তাহলে সন্তান ধারণে দেরি হয়৷ তার সঙ্গে স্বামী অথবা স্ত্রীর মধ্যে কারোর গুরুর মহাদশা থাকলে সন্তানদের বিয়ের ষোলো বছরের পরে হবার সম্ভাবনা থাকে৷ পঞ্চম ঘরে যদি গুরুর দৃষ্টি হয় তাহলে সন্তান বিয়ের ৮-১০ বছর পরে হয়৷ রাহু অথবা শনি দ্বারা যুক্ত পঞ্চম স্থান বার বার গর্ভপাত অথবা ক্ষতির কারণ হয়ে থাকে৷

সেক্ষেত্রে কি করবেন?

সন্তান ধারণে বিলম্ব হলে পুত্রদা একাদশী ব্রত পালন করুন৷

হরিবংশ পুরাণ পাঠ করুন৷

কার্তিক, চৈত্র, মাঘে প্রতিপদ থেকে নবমী (শুক্লপক্ষ) রামায়ণ পাঠ করুন৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *