সন্তানের কুপথে চলে যাওয়া আটকাতে / To prevent the child from going astray

আপনার সন্তান খারাপ সঙ্গে অথবা কুপথে চলে যাচ্ছে, মা-বাবার সম্মান নিয়ে খেলা করছে,এই সমস্যায় আমি একটি অসাধারণ টোটকা বলছি। আমার বিনীত অনুরোধ এই প্রয়োগটি একান্ত প্রয়োজন অনুযায়ী ও মনে পূর্ণ বিশ্বাসের সাথে করুন।

গোলমরিচ যুক্ত কলাইয়ের একটি কাঁচা পাঁপড়।

অল্প পরিমানে গোটা কালো কলাই।

একটি ছোট গুড়ের টুকরো।

একটি সর্ষের তেলের প্রদীপ।

২.৫ ইঞ্চির দুটি লোহার পেরেক (যতটা সম্ভব মোটা নিতে হবে)

একটি ঘটিতে অল্প গঙ্গাজল,এতে কালো তিল দিয়ে দিন।

অল্প পরিমানে সিঁদুর।

এই বস্তুগুলি কাঁচা পাঁপরের উপর থালায় সাজাবার মত রেখে দিন। এই বস্তুগুলি শনিবারে সন্ধ্যেতে যখন দুটি সময় একসাথে মিলবে,তখন অশ্বথ গাছের নিচে রেখে দিন ও ঘটির জল অশ্বথ গাছে অর্পণ করুন। এরপর পিছনে না তাকিয়ে বাড়ি ফিরে আসুন। এই কাজটি শুধুমাত্র ৭ টি শনিবার করতে হবে। প্রভুর কৃপায় কুপথে যাওয়া সন্তান সঠিক পথে চালিত হবে। এই কাজটি গোপনভাবে করতে হবে। কাউকে প্রকাশ করলে এটি ফলপ্রসূ হবে না। এই কথাটি সর্বদা মনে রাখবেন।

Pages

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *