শ্রী বগলামুখী স্তোত্রম / Sree Bagalamukhee Stotram

এই প্রবন্ধে, আমি বিখ্যাত শ্রী শ্রী বগলামুখী স্তোত্রম সম্পর্কে আলোচনা করছি। বগলামুখী মহাবিদ্যা দশমহাবিদ্যার অন্যতম। মঙ্গলগ্রহের ইষ্টদেবী দেবী বগলামুখী। এই বিদ্যায় পারদর্শী হলে, সাধকের বিত্তলাভ, সম্পত্তিলাভ, শত্রুনাশ, ও অযাচিত সম্মানলাভ হয়ে থাকে।

দেবী অসুরের জিহ্বা মুষ্টিবদ্ধ করেছেন। অসুরের বুদ্ধিনাশ ও প্রাণহরণ করছেন। আসুরিক উদ্দমতাকে সমূলে বিনষ্ট করছেন। সাধকের আসুরিক প্রবৃত্তির বিনাশ, সম্পদদান ও ঐশ্বর্যদানে সুখী করছেন।


শিলা অর্থাৎ প্রস্তর দ্বারা নির্মিত মুদ্গর অর্থাৎ মুগুর দিয়ে অসুর কে আঘাতের পর আঘাত করে চলেছেন।  বিবাদে, দিবাকালে বা নিশাকালে, বশীকরণ বা স্তম্ভনে বা রিপুবধসময়ে নির্জনে বা বনে এই স্তোত্রম পাঠমাত্র ফললাভ হয় সেইসাথে বিদ্যালাভার্থ ও  লক্ষ্মীলাভ সহ সৌভাগ্য,পরমায়ুপ্রাপ্তি, পুত্র বা পৌত্রলাভ ও   সর্বপ্রকার সাম্রাজ্যসিদ্ধি ঘটে থাকে। সকলের সঙ্গে সৌভাগ্য, আরোগ্য অবশ্যই প্রাপ্ত হওয়া যায়। এই স্তোত্রমটিকে অষ্টগন্ধ, হলুদ, কেশর, গোরোচনা ও শ্বেত ও রক্তচন্দন মিশ্রিত কালি দ্বারা শুক্লপক্ষের প্রথম মঙ্গলবার রাত্রিযোগে ভুজ্যপত্রে লিখে হলুদফুল,হলুদ আতপ চাল, হলুদ বস্ত্র অভাবে পাটের কাপড়, হলুদধাতু ও দধি দ্বারা পঞ্চোপচারে পূজা করে স্বর্ণ কবচমধ্যে প্রতিষ্ঠা করে কন্ঠে ধারণ করলে সর্ববিজয়লাভ হয়ে থাকে। “সমাপ্তম” উচ্চারণে আয়ুক্ষয় হয়, সেই ক্ষেত্রে ” ওঁ তৎ সৎ” উচ্চারণ করতে হবে।  

॥ শ্রীবগলামুখী স্তোত্রম  ॥

শ্রীগণেশায় নমঃ ।
চলত্কনককুণ্ডলোল্লসিতচারুগণ্ডস্থলীং
লসত্কনকচম্পকদ্যুতিমদিন্দুবিম্বাননাম্ ।
গদাহতবিপক্ষকাং কলিতলোলজিহ্বাংচলাং
স্মরামি বগলামুখীং বিমুখবাঙ্মনস্স্তম্ভিনীম্ ॥ ১॥

পীয়ূষোদধিমধ্যচারুবিলদ্রক্তোত্পলে মণ্ডপে
সত্সিংহাসনমৌলিপাতিতরিপুং প্রেতাসনাধ্যাসিনীম্ ।
স্বর্ণাভাং করপীডিতারিরসনাং ভ্রাম্যদ্গদাং বিভ্রতীমিত্থং
ধ্যায়তি য়ান্তি তস্য সহসা সদ্যোঽথ সর্বাপদঃ ॥ ২॥

দেবি ত্বচ্চরণাম্বুজার্চনকৃতে য়ঃ পীতপুষ্পাঞ্জলীন্ভক্ত্যা
বামকরে নিধায় চ মনুং মন্ত্রী মনোজ্ঞাক্ষরম্ ।
পীঠধ্যানপরোঽথ কুম্ভকবশাদ্বীজং স্মরেত্পার্থিবং
তস্যামিত্রমুখস্য বাচি হৃদয়ে জাড্যং ভবেত্তত্ক্ষণাত্ ॥ ৩॥

বাদী মূকতি রঙ্কতি ক্ষিতিপতির্বৈশ্বানরঃ শীততি ক্রোধী
শাম্যতি দুর্জনঃ সুজনতি ক্ষিপ্রানুগঃ খঞ্জতি ।
গর্বী খর্বতি সর্ববিচ্চ জডতি ত্বন্মন্ত্রিণা য়ন্ত্রিতঃ
শ্রীর্নিত্যে বগলামুখি প্রতিদিনং কল্যাণি তুভ্যং নমঃ ॥ ৪॥

মন্ত্রস্তাবদলং বিপক্ষদলনে স্তোত্রং পবিত্রং চ তে
যন্ত্রং বাদিনিয়ন্ত্রণং ত্রিজগতাং জৈত্রং চ চিত্রং চ তে ।
মাতঃ শ্রীবগলেতি নাম ললিতং য়স্যাস্তি জন্তোর্মুখে
ত্বন্নামগ্রহণেন সংসদি মুখে স্তম্ভো ভবেদ্বাদিনাম্ ॥ ৫॥

দুষ্টস্তম্ভনমুগ্রবিঘ্নশমনং দারিদ্র্যবিদ্রাবণং
ভূভৃত্সন্দমনং চলন্মৃগদৃশাং চেতঃসমাকর্ষণম্ ।
সৌভাগ্যৈকনিকেতনং সমদৃশঃ কারুণ্যপূর্ণেক্ষণম্
মৃত্যোর্মারণমাবিরস্তু পুরতো মাতস্ত্বদীয়ং বপুঃ ॥ ৬॥

মাতর্ভঞ্জয় মদ্বিপক্ষবদনং জিহ্বাং চ সঙ্কীলয়
ব্রাহ্মীং মুদ্রয় দৈত্যদেবধিষণামুগ্রাং গতিং স্তংভয় ।
শত্রূংশ্চূর্ণয় দেবি তীক্ষ্ণগদয়া গৌরাঙ্গি পীতাম্বরে
বিঘ্নৌঘং বগলে হর প্রণমতাং কারুণ্যপূর্ণেক্ষণে ॥ ৭॥

মাতর্ভৈরবি ভদ্রকালি বিজয়ে বারাহি বিশ্বাশ্রয়ে
শ্রীবিদ্যে সময়ে মহেশি বগলে কামেশি বামে রমে ।
মাতঙ্গি ত্রিপুরে পরাত্পরতরে স্বর্গাপবর্গপ্রদে
দাসোঽহং শরণাগতঃ করুণয়া বিশ্বেশ্বরি ত্রাহি মাম্ ॥ ৮॥

সংরম্ভে চৌরসঙ্ঘে প্রহরণসময়ে বন্ধনে ব্যাধিমধ্যে
বিদ্যাবাদে বিবাদে প্রকুপিতনৃপতৌ দিব্যকালে নিশায়াম্ ।
বশ্যে বা স্তম্ভনে বা রিপুবধসময়ে নির্জনে বা বনে বা
গচ্ছংস্তিষ্ঠংস্ত্রিকালং য়দি পঠতি শিবং প্রাপ্নুয়াদাশু ধীরঃ ॥ ৯॥

ত্বং বিদ্যা পরমা ত্রিলোকজননী বিঘ্নৌঘসংছেদিনী
য়োষিত্কর্ষণকারিণী জনমনঃসম্মোহসন্দায়িনী ।
স্তম্ভোত্সারণকারিণী পশুমনঃসম্মোহসন্দায়িনী
জিহ্বাকীলনভৈরবী বিজয়তে ব্রহ্মাদিমন্ত্রো য়থা ॥ ১০॥

বিদ্যা লক্ষ্মীর্নিত্যসৌভাগ্যমায়ুঃ পুত্রৈঃ পৌত্রৈঃ সর্বসাম্রাজ্যসিদ্ধিঃ ।
মানো ভোগো বশ্যমারোগ্যসৌখ্যং প্রাপ্তং তত্তদ্ভূতলেঽস্মিন্নরেণ ॥ ১১॥

ত্বত্কৃতে জপসন্নাহং গদিতং পরমেশ্বরি ।
দুষ্টানাং নিগ্রহার্থায় তদ্গৃহাণ নমোঽস্তু তে ॥ ১২॥

পীতাম্বরাং চ দ্বিভুজাং ত্রিনেত্রাং গাত্রকোমলাম্ ।
শিলামুদ্গরহস্তাং চ স্মরে তাং বগলামুখীম্ ॥ ১৩॥

ব্রহ্মাস্ত্রমিতি বিখ্যাতং ত্রিষু লোকেষু বিশ্রুতম্ ।
গুরুভক্তায় দাতব্যং ন দেয়ং য়স্য কস্যচিত্ ॥ ১৪॥

নিত্যং স্তোত্রমিদং পবিত্রমিহ য়ো দেব্যাঃ পঠত্যাদরাদ্ধৃত্বা
য়ন্ত্রমিদং তথৈব সমরে বাহৌ করে বা গলে ।
রাজানোঽপ্যরয়ো মদান্ধকরিণঃ সর্পা মৃগেন্দ্রাদিকাস্তে
বৈ য়ান্তি বিমোহিতা রিপুগণা লক্ষ্মীঃ স্থিরা সিদ্ধয়ঃ ॥ ১৫॥

॥ ইতি শ্রীরুদ্রয়ামলে তন্ত্রে শ্রীবগলামুখীস্তোত্রং সমাপ্তম্ (ওঁ তৎ সৎ)


You may also like

পরীক্ষা ও ইন্টারভিউতে সফলতা লাভের শক্তিশালী মন্ত্র
नौकरी में उच्च पदोन्नति प्राप्त करने के लिए मंत्र / চাকরিতে উচ্চ পদোন্নতি বা প্রমোশনের জন্য কার্যকরী মন্ত্র
एक बहुत शाकिशाली संकट नाशक बगलामुखी मंत्र / একটি অতি শক্তিশালী সঙ্কটনাশক বগলামুখী মন্ত্র
शीघ्र बिबाह ओर सन्तान प्रदाता मंत्र / সত্বর বিবাহ ও সন্তান প্রদাতা মন্ত্র
संतान प्राप्ति के लिए अनुभूत एक अचुक मंत्र / সন্তান প্রাপ্তির জন্য পরীক্ষিত একটি অনন্য মন্ত্র 
তিলকের সাহায্যে কি করে সর্বজন বশীকরণ করা যায়- ১ ? /बशीकरण की सहायता से कैसे सर्बजन बशीभूत किया जाये?
তিলকের সাহায্যে সর্বজন বশীকরণ – ২  / बशीकरण -2 की सहायता से कैसे सर्बजन बशीभूत किया जाये?
व्यवसा , पेशे को बढ़ाने के लिए कुछ शक्तिशाली तंत्र टिप्स, तंत्र टोटके
মনের মতো স্বামী লাভের মন্ত্র / मनपसंद पति लाभ की मंत्र
तीन बहुत आसान और शक्तिशाली तंत्र टिप्स
ব্যবসার বাধা কাটাতে ৫টি চমৎকার তন্ত্র টোটকা টিপস
অম্বল, গ্যাস ও বদহজমের জন্য একটি শক্তিশালী টোটকা

Related Articles

মনের মতো স্বামী লাভের মন্ত্র / मनपसंद पति लाभ की मंत्र
অর্থবৃদ্ধি ও ব্যবসাবৃদ্ধি করার জন্য একটি অত্যন্ত প্রভাবশালী লক্ষ্মী মন্ত্র – 8 / The unique and Powerful Laxmi Mantra for enhance Money and Business
আর্থিক অভাব, অনটন দূর করার জন্য শক্তিশালী লক্ষ্মী মন্ত্র – ১
আর্থিক অভাব, দারিদ্র দূর করার জন্য একটি শক্তিশালী লক্ষ্মী মন্ত্র -২
টাকা পয়সার অভাব , দুঃখ দারিদ্র দূর করার জন্য একটি সহজ ও সরল লক্ষ্মী মন্ত্র
টাকার অভাব ও গরিবী দূর করার জন্য একটি প্রভূত প্রভাবশালী লক্ষ্মী মন্ত্র -৩
যেকোনও শত্রুনাশ ও শত্রুদমনের সেরা মন্ত্র
মনের ইচ্ছাপূরণের সবথেকে শক্তিশালী মন্ত্র
ভূত,প্রেত,দেবতা, মানুষ- সবার ক্রোধ থেকে পরিত্রানের এক শক্তিশালী মন্ত্র
জীবনের প্রতিটি শাখায় ঐন্দ্রজালিক এবং শক্তিশালী ফলাফল পেতে  মহা শিবরাত্রি ও শিব পঞ্চাক্ষরী মন্ত্র মানুষের জন্য খুবই  অপরিহার্য /Maha Shivaratri and Panchakshari Shiva mantra will give magical and strong results in every branch of life and is very essential for the people
 মাধ্যমিক বা উচ্চ্ মাধ্যমিক পরীক্ষায় সফলতা পেতে অদ্বিতীয় ও অসাধারণ একটি  মন্ত্র
एक बहुत ही आसान और सरल मोहिनी बशीकरण मंत्र
প্রতিটি কাজে সাফল্য পেতে সহজ চন্ডী মন্ত্র /  Easy Chandi Mantra for Success

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *