শ্রী গোপাল স্তোত্রম / Sree Gopal Stotram

ঋষি নারদের অনুষ্টুপ্ ছন্দে রচিত এই স্তোত্রমটি একটি অনবদ্য উপস্থাপনা। শ্রীকৃষ্ণের বাল্যরূপ হলেন, শ্রী গোপাল। অন্যভাবে বলা যায়, শ্রী গোপাল হলেন সাধকের একটি অবস্থা। সাধক শিশুভাবে পরমাত্মা শ্রী কৃষ্ণের সাধনা করে থাকেন। ভারতীয় সনাতন ধর্মে, শ্রী গোপালের ভাবে সাধনা করেননি, এমন সাধক বিরল।
ত্রিসন্ধ্যা এই স্তোত্রম পাঠে মনোবাঞ্ছিত ফললাভ করা সম্ভব, এমনি বিবৃত রয়েছে। শ্রী কৃষ্ণের প্রীতিলাভার্থ স্তোত্রমটি নিত্য পাঠ করা বিধেয়।


বহু শ্রী গোপাল স্তোত্রমের মধ্যে নারদ ঋষি বিরচিত এই স্তোত্রমটি  সর্বাপেক্ষা উপযোগী ও কার্যকরী, তা বলাইবাহুল্য। যদিও  শ্রীনারদপঞ্চরাত্রে জ্ঞানামৃতসারে এই রচনাটি যিনি সত্যই রচনা করেছেন, তিনি অবশ্যই আর যেই হননা কেন, নারদ মুনি ছদ্মনামে, অন্য্ কোনো রচনাকার, তা বলার অপেক্ষা রাখেনা। পুরাণকারেরা প্রচুর ছদ্মনাম ব্যবহার করতেন। এইসব ছদ্মনামগুলি প্রাচীন মুনিঋষিদের নামানুসারে লিপিবদ্ধ হতো। সুতরাং কে যে আসল রচনাকার, তা বাস্তবিকই ঐতিহাসিকদের গবেষণার বিষয়। তবে যিনি এই স্তোত্রমগুলি নিত্য পাঠ করবেন, তিনি অবশ্যই উপকৃত হবেন, সেকথা জোরগলায় বলতে পারি।

॥ গোপালস্তোত্রং অথবা গোপালস্তবরাজস্তোত্রম্ ॥

শ্রী গণেশায় নমঃ ।

শ্রীমদ্গোপীজনবল্লভায় নমঃ ।
ওঁ অস্য শ্রীগোপালস্তবরাজমন্ত্রস্য শ্রীনারদ ঋষিঃ ।
অনুষ্টুপ্ ছন্দঃ । শ্রীকৃষ্ণঃ পরমাত্মা দেবতা ।
শ্রীকৃষ্ণপ্রীত্যর্থে জপে বিনোয়োগঃ ॥

অথ ধ্যানম্ ।
সজলজলদনীলং দর্শিতোদারশীলং
     করতলধৃতশৈলং বেণুবাদ্যৈ রসালম্ ।
ব্রজজনকুলপালং কামিনীকেলিলোলং
     তরুণতুলসিমালং নৌমি গোপালবালম্ ॥

শ্রীনারদ উবাচ ।
নবীননীরদশ্যামং নীলেন্দীবরলোচনম্ ।
বল্লবীনন্দনং বন্দে কৃষ্ণং গোপালরূপিণম্ ॥ ১॥

স্ফুরদ্বর্হিদলোদ্বদ্ধনীলকুঞ্চিতমূর্ধজম্ ।
কদম্বকুসুমোদ্বদ্ধবনমালাবিভূষিতম্ ॥ ২॥

গণ্ডমণ্ডলসংসর্গিচলত্কুঞ্চিতকুন্তলম্ ।
স্থূলং মুক্তাফলোদারহারোদ্যোতিতবক্ষসম্ ॥ ৩॥

হেমাঙ্গদতুলাকোটিকিরীটোজ্জ্বলবিগ্রহম্ ।
মন্দমারুতসংক্ষোভচলিতাম্বরসঞ্চয়ম্ ॥ ৪॥

রুচিরৌষ্ঠপুটন্যস্তবংশীমধুরনিঃস্বনৈঃ ।
লসদ্গোপালিকাচেতো মোহয়ন্তং পুনঃ পুনঃ ॥ ৫॥

বল্লবীবদনাম্ভোজমধুপানমধুব্রতম্ ।
ক্ষোভয়ন্তং মনস্তাসাং সস্মেরাপাঙ্গবীক্ষণৈঃ ॥ ৬॥

য়ৌবনোদ্ভিদেহাভিঃ সংসক্তাভিঃ পরস্পরম্ ।
বিচিত্রাম্বরভূষাভির্গোপনারীভিরাবৃতম্ ॥ ৭॥

প্রভিন্নাঞ্জনকালিন্দীজলকেলিকলোত্সুকম্ ।
য়োধয়ন্তং ক্বচিদ্গোপান্ ব্যাহরন্তং গবাং গণম্ ॥ ৮॥

কালিন্দীজলসংসর্গিশীতলানিলসেবিতে ।
কদম্বপাদপচ্ছায়ে স্থিতং বৃন্দাবনে ক্বচিত্ ॥ ৯॥

রত্নভূধরসংলগ্নরত্নাসনপরিগ্রহম্ ।
কল্পপাদপমধ্যস্থহেমমণ্ডপিকাগতম্ ॥ ১০॥

বসন্তকুসুমামোদসুরভীকৃতদিঙ্মুখে ।
গোবর্ধনগিরৌ রম্যে স্থিতং রাসরসোত্সুকম্ ॥ ১১॥

সব্যহস্ততলন্যস্তগিরিবর্যাতপত্রকম্ ।
খণ্ডিতাখণ্ডলোন্মুক্তমুক্তাসারঘনাঘনম্ ॥ ১২॥

বেণুবাদ্যমহোল্লাসকৃতহুঙ্কারনিঃস্বনৈঃ ।
সবত্সৈরুন্মুখৈঃ শশ্বদ্গোকুলৈরভিবীক্ষিতম্ ॥ ১৩॥

কৃষ্ণমেবানুগায়দ্ভিস্তচ্চেষ্টাবশবর্তিভিঃ ।
দণ্ডপাশোদ্যতকরৈর্গোপালৈরূপশোভিতম্ ॥ ১৪॥

নারদাদ্যৈর্মুনিশ্রেষ্ঠৈর্বেদবেদাঙ্গপারগৈঃ ।
প্রীতিসুস্নিগ্ধয়া বাচা স্তূয়মানং পরাত্পরম্ ॥ ১৫॥

য় এবং চিন্তয়েদ্দেবং ভক্ত্যা সংস্তৌতি মানবঃ ।
ত্রিসন্ধ্যং তস্য তুষ্টোঽসৌ দদাতি বরমীপ্সিতম্ ॥ ১৬॥

রাজবল্লভতামেতি ভবেত্সর্বজনপ্রিয়ঃ ।
অচলাং শ্রিয়মাপ্নোতি স বাগ্মী জায়তে ধ্রুবম্ ॥ ১৭॥

॥ ইতি শ্রীনারদপঞ্চরাত্রে জ্ঞানামৃতসারে
চতুর্থরাত্রে গোপালস্তবরাজঃ সম্পূর্ণঃ ॥



you may also like

আর্থিক অভাব, অনটন দূর করার জন্য শক্তিশালী লক্ষ্মী মন্ত্র – ১
আর্থিক অভাব, দারিদ্র দূর করার জন্য একটি শক্তিশালী লক্ষ্মী মন্ত্র -২
টাকা পয়সার অভাব , দুঃখ দারিদ্র দূর করার জন্য একটি সহজ ও সরল লক্ষ্মী মন্ত্র
টাকার অভাব ও গরিবী দূর করার জন্য একটি প্রভূত প্রভাবশালী লক্ষ্মী মন্ত্র -৩
যেকোনও শত্রুনাশ ও শত্রুদমনের সেরা মন্ত্র
মনের ইচ্ছাপূরণের সবথেকে শক্তিশালী মন্ত্র
ভূত,প্রেত,দেবতা, মানুষ- সবার ক্রোধ থেকে পরিত্রানের এক শক্তিশালী মন্ত্র
জীবনের প্রতিটি শাখায় ঐন্দ্রজালিক এবং শক্তিশালী ফলাফল পেতে  মহা শিবরাত্রি ও শিব পঞ্চাক্ষরী মন্ত্র মানুষের জন্য খুবই  অপরিহার্য /Maha Shivaratri and Panchakshari Shiva mantra will give magical and strong results in every branch of life and is very essential for the people
 মাধ্যমিক বা উচ্চ্ মাধ্যমিক পরীক্ষায় সফলতা পেতে অদ্বিতীয় ও অসাধারণ একটি  মন্ত্র
एक बहुत ही आसान और सरल मोहिनी बशीकरण मंत्र

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *