শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন / Happy Bengali New Year

ফল ও সব্জির সেবন

তাজা ফল ও সব্জি প্রচুর পরিমাণে সেবন করুন৷ এতে ভিটামিন ও ফাইবার প্রচুর পরিমাণে হয়ে থাকে, কিন্ত ক্যালোরির মাত্রা কম হয়ে থাকে৷ যতটা সম্ভব হয় ফলকে সাধারণভাবে খান৷ এর সঙ্গে  নুন বা মশলা জাতীয় কিছু মেশাবেন না৷ বেশি চিনিযুক্ত খাবার বা নুনযুক্ত খাবার সেবন করবেন না৷

তাড়াতাড়ি খাদ্য সেবন করবেন না

যদি আপনার সবসময় খিদে পায় তাহলে হতে পারে আপনি তাড়াতাড়ি খাদ্য খাবার সেবন করেন৷ খাদ্য সবসময় ভালো করে চিবিয়ে খাওয়া উচিত৷ এতে খাদ্য ভালোভাবে হজম হবে ও সমস্ত পৌস্টিকতন্ত্র শরীরে শক্তি প্রদান করবে৷ এতে বারে বারে খিদে লাগবার সমস্যা দূর হয়ে যাবে৷

প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার খান

আপনি যাই খান না কেন, তাতে সঠিক মাত্রায় প্রোটিন ও ফাইবার না থাকলে বারে বারে খিদে অনুভব হতে থাকবে৷ যখনই আপনি প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার খাচ্ছেন, তখন আপনার পেট থেকে এমন হরমোন বেরোতে থাকে যা আপনার খিদেকে প্রশমিত করে দেয়৷ যদি আপনি খাবারে পর্যাপ্ত পরিমানে প্রোটিন ও ফাইবার নিতে থাকেন তাহলে সবসময় আপনি খিদে অনুভব করবেন না৷

জলখাবার অবশ্যই খান

সকালের জলখাবার অবশ্যই খান৷ রাত্রে খাবার ১২ ঘন্টা পর পৌষ্টিক যুক্ত খাদ্য গ্রহণ করলে আপনি সারাদিন তরতাজা থাকবেন৷ ভালো হয় যদি কার্বোহাইড্রেট যুক্ত খাবার খান৷


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *